জানেন কি বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটা? জেনে নিন…

সুখের রাজ্যে বিচরণ করতে চাইলে একেবারে উড়াল দিন ডেনমার্কে। সেটাই তো এখন বিশ্বের সবচেয়ে সুখি দেশ।
বিশ্বের সবচেয়ে সুখি দেশের নাম ডেনমার্ক আর সবচেয়ে কম সুখি দেশের নাম বুরুন্ডি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১১০ নম্বরে।
চতুর্থতম ওয়ার্লড হ্যাপিনেস রিপোর্ট বলছে, যেসব দেশে অসমতা কম সেসব দেশে সুখের পরিমাণটাও বেশি। সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং ফিনল্যান্ড, এসব দেশের ভাবধারাও অনেকটা ডেনমার্কের মতোই। সেখানে সামাজিক নিরাপত্তাও প্রবল। তাই এই পাঁচটি দেশই রয়েছে শীর্ষ পাঁচ সুখী দেশের তালিকায়।
তালিকায় ১৩ নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা, যুক্তরাজ্য রয়েছে ২৩ নম্বরে, চীন ৮৩ নম্বরে আর ভারতের অবস্থান ১১৮ তম। মোট ১৫৬ টি দেশের মধ্যে এই তালিকা করা হয়। প্রবল রাজনৈতিক অস্থিরতা এবং সবসমংয়ের সহিংসতার আশংকা বুরুন্ডিকে সিরিয়ারও নিচে নামিয়ে দিয়েছে। বিগত পাঁচ বছরে গৃহযুদ্ধে সেখানে প্রাণ হারিয়েছে প্রায় ২৫০,০০০ মানুষ।
সিরিয়ার মানুষ অন্তত বুরুন্ডির মানুষের তুলনায় খানিকটা সুস্থ জীবনযাপন করে। তাছাড়া টোগো, আফগানিস্তান ও বেনিনও রেয়েছে সবচেয়ে কম সুখী রাষ্ট্রগুলোর তালিকায়।
প্রতিটি দেশের ১০০০ জনের উপর জরিপ চালিয়ে এই গবেষণাটি করা হয়। আর সুখি দেশের তালিকা তৈরির সময় ছয়টি মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়। সেগুলো হলো: মাথাপিছু জাতীয় উৎপাদন, সামাজিক সহযোগিতা, সুস্থ জীবনের প্রত্যাশা, ব্যক্তিগত স্বাধীনতা, দান এবং দুর্নীতির পরিস্থিতির ভিত্তিতেই তৈরি হয় সুখী দেশের তালিকা।
গবেষকদের মতে, অর্থনৈতিক উন্নয়নের বদলে প্রত্যেকটি দেশে এমন একটি সমাজ তৈরি করা উচিত যেটা উন্নয়নমুখি এবং টেকসই।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন