জাবি ভর্তিতে থাকছে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করছে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি। এবারের ভর্তি পরীক্ষা ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, “এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯-১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ফ্যাকাল্টি এবং ইনস্টিটিউট ভিত্তিক আলাদা পরীক্ষা নেওয়া হবে। মোট ১০টি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতি বছরের মতো এবছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বহাল থাকছে। এছাড়া কিছু ইউনিট ভিত্তিক ক্রাইটেরিয়া কমিয়ে আনা হয়েছে।”
তিনি আরও জানান, “এবার জাবিতে ভর্তি ক্ষেত্রে থাকছে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা। এছাড়া অন্যান্য কোটার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ইউনিটভিত্তিক কত আবেদন পড়েছে, তার ওপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন