জামিন পেলেন তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম
মো. নাজমুল শাহাদাৎ (জাকির), সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার দুপুরে হাইকোর্টের দ্বৈত বেজ্ঞ শুনানী শেষে জামিন আবেদন মজ্ঞুর করেন বিজ্ঞ বিচারক।
শুনানী করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আলী ও বিচারপতি ফিজির আহম্মেদ চৌধুরী শুনানী করেন। আসামী পক্ষের শুনানী করেন সিনিয়র আইনজীবী আবুল কালাম মঈনউদ্দীন, আইনজীবী সৈয়দা আফসার জাহান ও আজ্ঞুমান আরা বেগম।
আইনজীবী আবুল কালাম মঈনউদ্দীন জানান, শুনানীঅন্তে বিচারপতি ছয় সপ্তাহের জামিন দিয়েছেন। এর আগে গত ৪ এপ্রিল দুই লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ এনে একটি মিথ্যে চাঁদাবাজি মামলা দায়ের হয় তালা থানায়। মামলায় নজরুল ইসলামকে প্রধান আসামী করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন