জিম্বাবুয়েকে ‘শক্ত প্রতিপক্ষ’ ভাবছে বিসিবি
বছরের শেষ দ্বিপক্ষীয় সিরিজে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় একটি বছর শেষ করার অপেক্ষায় টাইগাররা।
বছরের শুরুতে বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পর ঘরের মাঠে টানা তিনটি সিরিজ জিতে বিশ্ব ক্রিকেটে নতুন করে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবার বাংলাদেশের চোখ জিম্বাবুয়েকে হারানোর দিকে।
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকায় আসছে ২ নভেম্বর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট তার সেরা সময় পার করছে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজটিকে অন্য দশটি সিরিজের মতই মূল্যায়ন করছে।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ নভেম্বর। জাতীয় দল ক্যাম্প শুরু করবে বৃহস্পতিবার থেকে। বুধবার রাতে বিসিবির দল ঘোষণার কথা রয়েছে। ইউরোপ সফর শেষে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বুধবার ফারুক আহমেদ বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্যে ১৮ সদস্যের দল আমরা বোর্ডে জমা দিয়েছি। কাল (বৃহস্পতিবার) থেকে অনুশীলন শুরু হবে।’
জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ মেনে সেরা কম্বিনেশন নিয়ে স্কোয়াড তৈরি করেছে বিসিবির নির্বাচক প্যানেল। ‘বেস্ট পসিবল কম্বিনেশন করার চেষ্টা করেছি। যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে খেলা, প্রতিপক্ষকে মাথায় রেখেই দল করা হয়েছে। প্রতিটি সিরিজই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই জিম্বাবুয়ে সিরিজসহ প্রত্যেকটি সিরিজই আমরা গুরুত্ব দিয়ে দেখি।’- বলেন ফারুক আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন