জিয়ার শাহাদাত বার্ষিকীতে বিএনপির ৩ দিনের কর্মসূচি
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটির চট্টগ্রাম মহানগর শাখা।
আগামী ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচি পালন করবে।
বুধবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এক প্রস্তুতি সভা শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ কর্মসূচির কথা জানান।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৭ মে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর দক্ষিণ বাকলিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প, ২৯ মে বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ৩০ মে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধ নির্মিত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজারে পুস্পস্তবক অর্পন।
এছাড়া যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠন গুলো সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে।
বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা মো. মিয়া ভোলা, এম এ আজিজ, মো. আলী, এস এম সাইফুল আলম, আনোয়ার হোসেন লিপু, কমান্ডার সাহাবুদ্দীন, ইয়াছিন চৌধুরী লিটন, কাউন্সিলর আবুল হাশেম, শামসুল আলম, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, নিয়াজ খান, শাহেদ বক্স, গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন