শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জুটির রেকর্ড তামিম–সৌম্যে

শুরুটা দুর্দান্তই হয়েছে বাংলাদেশের। রীতিমতো ভারতীয় বোলারদের শাসন করছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এই প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে শতরানের জুটি এনে দিয়েছেন এই দুজন। সৌম্য দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়ায় ভেঙেছে এই জুটি। ১৫.৪ ওভারে ১ উইকেটে ১১৯ রান তোলার পরই বৃষ্টিতে থেমে গেছে খেলা। ৫৭ রানে অপরাজিত তামিম।

সর্বশেষ চার ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রান তুললেন তামিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির পর শেষ ওয়ানডেতে করেছিলেন ৬৪।

সৌম্যও পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। আজ খেলছিলেনও দুর্দান্ত। তামিম-সৌম্য যেন আক্রমণের ধারে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার অগ্রজ-অনুজের প্রতিযোগিতায় নেমেছিলেন। মাত্র ৪০ বলে আটটি চার ও এক ছক্কায় ৫৪ করে রায়নার সরাসরি থ্রোতে আউট হন সৌম্য। আউট করার পরই রায়নার উল্লাস বলে দিচ্ছিল, কেমন চাপের মুখে পড়ে গিয়েছিল ভারত।

ততক্ষণে অবশ্য এই জুটি একটা রেকর্ড গড়ে ফেলেছে। এর আগে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল তামিম-ইমরুলের। ২০১০ সালের জানুয়ারিতে ৮০ তুলেছিলেন দুজনে। সেটি পেরিয়ে সেঞ্চুরিতে পৌঁছে গেল জুটিটা। সব উইকেটেই ভারতের বিপক্ষে এর আগে ২৯ ওয়ানডেতে শতরানের জুটি হয়েছিল মাত্র আটটি। সবগুলোই গত আট বছরে।

ওয়ানডেতে বাংলাদেশ এখন খুবই ধারাবাহিক। টিভিতেই দেখাচ্ছিল, এ বছর জয়ের হারের দিক দিয়ে বাংলাদেশ আছে চার নম্বরে। সেই ধারাবাহিকতার সাক্ষী হয়ে থাকল এই পরিসংখ্যানও। এ নিয়ে দেশের মাটিতে সর্বশেষ আট ওয়ানডের চারটিতেই উদ্বোধনী জুটিতে এল শতরান। জুটির শতরানটাকে ব্যক্তিগত শতরানে অনূদিত করতে পারলেন না সৌম্য, তামিমের কিন্তু সেই সুযোগ থেকে যাচ্ছে। তাঁকে সঙ্গ দিতে মাত্রই উইকেটে নেমেছেন এই ম্যাচেই অভিষিক্ত লিটন দাস। ভারতের বিপক্ষে মাত্র দুটি সেঞ্চুরি আছে বাংলাদেশের। অলক কাপালি আর মুশফিকুর রহিমের। দেখা যাক সেই তালিকাটা আজ দীর্ঘ হয় কি না। কিন্তু তার আগে বৃষ্টিকে তো একটু কম ‘খেলতে’ হবে!

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব