জুনিয়ার খান’স ইন MASTI মুড
একেই বোধ হয় বলে ‘বাপ কা বেটা’। এই বয়সেই ছোট্ট আব্রাম লাইক আর শেয়ারে হার মানিয়েছে বাবাকে। সোশ্যাল নেটওয়ার্কে ছোটা বাদশার ছবি মানেই তা ভাইরাল। আর এই ভাইরাল আবার ছড়াল নেট-দুনিয়ায়। তবে এবার একা আব্রাম নয়, সঙ্গে রয়েছে দাদা আরিয়ান। ওয়েভ দুনিয়ায় বইছে লাইক আর শেয়ারের বন্যা।
ছোট ভাই আব্রামের সঙ্গে মস্তিতে মেতেছেন আরিয়ান। আর সেই ছবি তুলে পোস্ট করেছেন ট্যুইটারে। ছবিতে ব্যাটম্যানের মতো ঝুলছে ছোট আব্রাম। আর ভাইকে নিজের হাতে ঝুলিয়ে রেখেছে আরিয়ান। এই ভাতৃপ-মস্তি বন্দি হল ক্যামেরার লেন্সে। যে ছবি এখন ঘুরছে নেট দুনিয়ায়।
বলিঅন্দরের, খবর দু’ছেলেকে নিয়ে প্রযোজনায় আসছেন বাদশা। পশ্চিমী ফিল্মজগতে সাড়া জাগানো “বয়হুড’-এর রিমেক হতে চলেছে বলিউডের। আর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরিয়ানকে। তবে ছবিতে বেশ কিছু ছেলেবেলার শটও রয়েছে। যে চরিত্রে অভিনয় করবেন আব্রাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন