জেনে নিন, এই শীতে বরের রুপচর্যা!
বিয়ের দিন অবশ্যই স্পেশাল একটি দিন। এই দিনে যেমন মেয়েরা নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর দিন হিসেবে নিজেকে অনেক বেশি আকর্ষণীয় করে দেখাতে চান, তেমনি ছেলেরাও পিছিয়ে থাকতে রাজি নন। তারাও তাদের হবু বধূর সাথে তাল মিলিয়ে নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করতে চান।
বিয়ের পূর্বে যেমন মেয়েদের অনেক রুপচর্যা করতে হয়, তেমনি ছেলেদেরও নিজেদের ত্বকের যত্ন নিতে হবে। তা কীভাবে করবেন আসুন জেনে নেয়া যাক-
১. ত্বককে কোমল করে তুলুন:
বেশিরভাগ পুরুষেরা নিজেদের ত্বকের কোন যত্ন নেয় না। এর ফলে তাদের ত্বক শুষ্ক হয়ে যায়। যারা প্রতিদিন শেভ করেন, তাদের ত্বক আরও বেশি রুক্ষ হয়ে যায়। তাই, বিয়ের পূর্বে একটু বেশি যত্ন নিতে হবে। সবসময় ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি টোনিং ও ময়েশ্চারাইজিং করতে হবে।
২. ফেসিয়াল করতে হবে:
বিভিন্ন ত্বকের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের ফেসিয়াল বিদ্যামান। আপনার ত্বকের ধরন বুঝে নিন। তারপর ত্বকে যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কোন ফেসিয়াল সবচেয়ে ভাল তা বাছাই করুন। এক্ষেত্রে এক্সপার্টদের সাহায্য নিন।
৩. পায়ের যত্নে:
পা সবসময় পরিষ্কার রাখুন। নখ কেটে রাখুন এবং পরিষ্কার করে রাখুন। এক্ষেত্রে ছেলেরাও মেনিকিউর ও পেডিকিউর করাতে পারেন।
৪. চুলের যত্ন:
চুলের যত্নে অবশ্যই ভাল ব্র্যান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। ভেজা চুলে কখনও তেল ব্যবহার করবেন না। এতে চুলের গোঁড়া নরম হয়ে যায়। এতে চুল পড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন













