জোড়া শিশু : রিপোর্ট দেখে আলাদা করার সিদ্ধান্ত
এখনো নির্ধারিত হয়নি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জোড়া শিশুর ভাগ্য। তাদের পর্যবেক্ষণে আরো বেশ কয়েকদিন সময় লাগবে। জেনারেল কিছু রিপোর্ট পাওয়ার পরই তাদের আলাদা করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন ঢামেকের পেডিয়ট্রিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহনুর ইসলাম।
এর আগে গত শনিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে কোমর জোড়া লাগানো ওই দুই নবজাতককে ঢামেকে ভর্তি করা হয়। বর্তমানে তারা ডা. শাহনুরের তত্ত্বাবধানে পেডিয়ট্রিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তাদের চিকিৎসা এখন কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে ডা. শাহনুর ইসলাম বলেন, ‘এর আগে আমরা শুধু মাথা জোড়া লাগানো নবজাতক দেখেছিলাম। কোমর কিংবা পায়ুপথ জোড়া শিশু এবারই প্রথম। আমরা প্রতিনিয়ত নবজাতকদের শারীরিক অবস্থা মূল্যায়ন করছি। তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছি। তাদের আলাদা করা যাবে কিনা সেই সম্ভাবনাও মূল্যায়ন করা হচ্ছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাদের দেখে যাচ্ছেন, সবার রিপোর্ট হাতে পেলে একসঙ্গে বসে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
শিশুদের শারীরিক অবস্থার বিষয়ে তিনি আরো বলেন, তারা স্বাভাবিক রয়েছেন। দুইজনই স্বাভাবিকভাবে প্রস্রাব-পায়খানা করছে। তাদের বর্তমান অবস্থা জানার জন্য এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যানের মতো জেনারেল কিছু টেস্ট করানো হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের মো. রাজু মিয়া ও শহীদা বেগমের ঘরে জন্ম নেয় জোড়া লাগানো ওই দুই মেয়ে নবজাতক। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাদের ঢামেকে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারণে নতুন বছরের প্রথম দিনেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
নতুন বছরের প্রথম দিনেও স্বর্ণের দাম বেড়েছে আউন্সপ্রতি ১৮.২৫ ডলার।বিস্তারিত পড়ুন
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২ জন ভারতীয়বিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে
একক মাস হিসেবে সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৬৩বিস্তারিত পড়ুন