জ্যাকুলিন নাকি কৃতি সানুন? দুজনের মাঝে ‘বাঘি’

টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরের ‘বাঘি’ ছবির সাফল্যের পর সিক্যুয়াল নিয়ে চিন্তা-ভাবনা করছেন পরিচালক সাজিদ নাদিয়ারওয়ালা। ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি। তবে টাইগার থাকলেও পরেরটিতে নায়িকা নিয়ে চলছে গুঞ্জন।
প্রথম ছবির চরিত্রগত কারণে টাইগারই থাকছেন সিক্যুয়ালে। কিন্তু প্রধান নারী চরিত্রের জন্য দুজনের নাম নিয়ে চলছে আলোচনা। হয় জ্যাকুলিন ফার্নান্দেজ কিংবা কৃতি সানুন। অন্তত এই দুজন প্রধান চরিত্রের প্রধান দুই প্রতিযোগী।
‘হাউজফুল’ ফ্রাঞ্চাইজিতে জ্যাকুলিনের সঙ্গে কাজ করেছেন সাজিদ। পরিচালক হিসাবে ‘কিক’ ছবির মাধ্যমে অভিষেক ঘটে তার। সেখানেই ছিলে জ্যাকুলিন। সাম্প্রতিক ‘ডিশুম’ ছবিতেও সাজিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে এই লাস্যময়ীর। ওদিকে, সাজিদের ব্যানারেই ‘হিরোপাতি’ ছবিতে দেখা গেছে কৃতি সানুনকে।
এর আগেই বলা হয়েছে, সাজিদ তার ছবি চীনে নিয়ে যাবেন। শেষের খবরটি হলো, ইতিমধ্যে চীনে ছবির কাজ শুরু হয়ে গেছে। সিক্যুয়ালটি পরিচালনা করবেন আহমেদ খান। তবে আহমেদ আসলে পেশাদার কোরিগ্রাফার। সূত্র : হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন