শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

টাইগারদের জয়ের ধারা অব্যাহত

ঢাকা থেকে জয়ের রথে চড়ে চট্টগ্রামে গিয়েছিল টাইগাররা। সেখানেও জয়ের ধারা অব্যাহত থাকে। ঢাকা থেকে আত্মবিশ্বাস নিয়ে সৌভাগ্যের মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডে নয় উইকেটে জিতে বাংলাদেশ ২-১-এ সিরিজ নিশ্চিত করে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথমবারের মতো আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ।

কিন্তু বৃষ্টির দরুন টানা দু’দিন খেলা না হওয়ায় ড্র হয় প্রথম টেস্ট। চট্টগ্রামে পাওয়া আত্মবিশ্বাস এবার ঢাকায় কাজে লাগানোর সুযোগ। রোববার দুপুরে নভেরো এয়ার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে দু’দল। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ জুলাই।

কাল ঢাকায় ফিরে সোজা হোটেলে চলে যায় দু’দল। বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার ঢাকায় পরিবারের সঙ্গে দেখা করেন। আজ অনুশীলনে নামছেন মুশফিকুর ও আমলারা। ছোট ফরম্যাটেই শুধু বাংলাদেশ ভালো করছে, প্রথম টেস্টে এমন অপবাদ কাটিয়ে ওঠার মতোই পারফরম্যান্স করেছেন তামিম ইকবালরা। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রাপ্তি অনেক।

ওয়ানডের পর টেস্টেও প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। টি ২০ ও ওয়ানডে ক্রিকেটের পর টেস্টেও যোগ্যতার প্রমাণ দিয়েছেন এ তরুণ পেসার। এক ওভারের প্রথম চার বলে ডি কক, হাশিম আমলা ও জেপি ডুমিনিকে আউট করে প্রোটিয়াদের মিডল অর্ডারের শক্তি ভেঙে দেন তিনি। পরে আরেকটি উইকেট নিয়ে সফরকারীদের আড়াইশ’র নিচে আউট করতে ভূমিকা রাখেন।

নিজের দ্বিতীয় টেস্টেই হাফ সেঞ্চুরি করে লিটন দাস প্রমাণ করেছেন, তিনি লম্বা রেসের ঘোড়া। চট্টগ্রাম টেস্টে উইকেট আঁকড়ে ধরে রাখার সামর্থ্য দেখিয়েছেন তামিম ইকবাল। আগের আট টেস্টে যা পারেনি, নবম ম্যাচে এসে টেস্টের লাগাম ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার তিনশ’ পার করা ইনিংস, ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সর্বোচ্চ ৭৮ রানের লিড, প্রোটিয়াদের অলআউট করার সার্মথ্য- সবই বাংলাদেশের অর্জন।

বড় দলগুলোর বিপক্ষে এতদিন যে বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসত, সেই বৃষ্টি শত্র“ হিসেবে আবির্ভূত হল। বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ায় আফসোস করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকায় আরও একবার নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব