টাইগার দল জয়ের স্বপ্নে বিভোর
টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডেতে ভালো খেলতে না পারলেও পরের দুই ওয়ানডের সাফল্যের পর থেকেই বাংলাদেশ উজ্জীবিত। দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারানোর পর বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্টে ভালো খেলায় স্বাগতিক দলের আত্মবিশ্বাসে ভাটা পড়েনি।
বৃহস্পতিবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে তাই অনুপ্রাণিত সাকিব-মুশফিকরা। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের ক্রিকেটকে আরেক এগিয়ে নেওয়ার স্বপ্নে তাঁরা বিভোর।
বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের বিশ্বাস, ওয়ানডের পর টেস্টেও প্রোটিয়াদের হারানোর সুবর্ণ সুযোগ তাঁদের সামনে। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চট্টগ্রাম টেস্টে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
এই ধারাবাহিকতা ঢাকায় ধরে রাখতে পারলে আমাদের জয় পাওয়া অসম্ভব নয়। তবে কাজটা খুব কঠিন। কারণ, আমাদের প্রতিপক্ষ টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল।’
টেস্ট ক্রিকেটে সাফল্যের জন্য সতীর্থদের প্রতি মুশফিকের পরামর্শ, ‘টেস্টে সাফল্য পাওয়া সহজ নয়। এর জন্য আমাদের টানা পাঁচ দিন প্রতিটি সেশনেই ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। তাহলেই ফল আমাদের পক্ষে আসতে পারে।’
শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে কিছুটা যেন চিন্তিত বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘চট্টগ্রামে আমরা যে উইকেটে খেলেছি, তার সঙ্গে ঢাকার উইকেটের অনেক পার্থক্য। এখানকার উইকেট কিছুটা বাউন্সি। আবার স্পিনাররাও এখানে সহায়তা পাবে।
এমন উইকেটে খেলা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জই বটে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।’
বাংলাদেশ দলের উজ্জ্বল পারফরম্যান্সের পেছনে তরুণ ক্রিকেটারদের বিশাল অবদান আছে বলে মনে করেন মুশফিক, ‘আমাদের দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান খেলোয়াড় যোগ দিয়েছে। তাদের পারফরম্যান্সে পুরো দল উজ্জীবিত।
এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমার বিশ্বাস, তরুণদের ভালো খেলার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে, যা দলকে আরো অনুপ্রাণিত করবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন