টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামবে যারা
বাংলাদশে প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মাঠে নামবে চার দল। দিনের প্রথম খেলায় অর্থাৎ লিগের ২১তম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর একটায় মাঠে নামবে দুই দল। পয়েন্ট টেবিলে বেশ শক্ত অবস্থান ঢাকার। ঢাকা এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৪ জয়ের সাথে দুই পরাজয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সাকিবদের পয়েন্ট আট।
অপরদিকে ৫ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে রাজশাহী কিংসের অবস্থান তলানিতে। লিগের ৭ দলের মধ্যে টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। তবে আজ জয়ে ফিরে নিজেদের অবস্থান পরিবর্তন করতে চায় কিংসরা। আর শীর্ষ স্থান দখলে প্রস্তুত ঢাকাও।
এদিকে দিনের অপর খেলায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। দুই দলের ম্যাচ দিয়েই শুরু হয়েছিল এবারের টুনামেন্ট। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছিল স্বাগতীক দল চিটাগং।
লিগে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ জয় আর ৪ পরাজয় নিয়ে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ৪ পয়েন্ট। এতে তাদের অবস্থান পাঁচে। অপরদিকে বর্তমান চ্যাম্পিয়নরা ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে। টেবিলের এবআরে নিচেই তাদের স্থান।
সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে উদ্বোধনী দুই দলের দ্বিতীয় বারের ব্যাট বল যুদ্ধ। টিকে থাকতে জয় চায় দুই দলই। শেষ বারের প্রতিযোগিতায় স্থান পেতে জয়র বিকল্প নেই কারো কাছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন