শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

প্রতিযোগিতার দায়িত্বে রয়েছেন ২০ জন আম্পায়ার ও ছ’জন ম্যাচ রেফারি। কারা কারা দায়িত্ব পেয়েছেন সেই নাম ঘোষণা করে দিয়েছে আইসিসি।

প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। ২৮ দিন ধরে ৫৫টি ম্যাচ হবে। ন’টি মাঠে হবে এই ম্যাচগুলি। আপাতত গ্রুপ পর্বের ম্যাচের জন্য মোট ২০ জন আম্পায়ারের নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলানো রিচার্ড ইলিংওয়ার্থ, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফনে ও পল রাইফেল রয়েছেন। গত বছর সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছেন ইলিংওয়ার্থ।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা রঞ্জন মধুগালে ও আইসিসির সব থেকে অভিজ্ঞ ম্যাচ রেফারে জেফ ক্রো-ও তালিকায় রয়েছেন। ১৭৫টি ম্যাচ খেলানোর অভিজ্ঞতা রয়েছে ক্রো-র। ১৪৯টি ম্যাচ খেলানো অ্যান্ড্রু পাইক্রফ্টও রয়েছেন তালিকায়।

মোট ২৬ জনের তালিকায় ভারতের তিন জন রয়েছেন। দু’জন আম্পায়ার ও এক জন ম্যাচ রেফারি। আম্পায়ারেরা হলেন: জয়রমন মদনগোপাল ও নীতিন মেনন। ম্যাচ রেফারি হিসাবে জভগল শ্রীনাথ দায়িত্ব পেয়েছেন।

আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণার পরে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান বলেন, “আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞ আম্পায়ার ও ম্যাচ রেফারিদের দায়িত্ব দিয়েছি। তাঁদের সবার এই পর্যায়ে ক্রিকেট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আশা করছি দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করবেন তাঁরা। এ বারই প্রথম ২০ দলকে নিয়ে বিশ্বকাপ হতে চলেছে। এত বড় বিশ্বকাপ এর আগে হয়নি।”

বিশ্বকাপের দায়িত্বে থাকা আম্পায়ারদের তালিকা—

ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফনে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আলাউদিয়েন পালেকর, রিচার্ড় কেটেলবরো, জয়রমন মদনগোপাল, নীতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ়, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শাহিদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি— ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মধুগালে, অ্যান্ড্রু পাইক্রফ্ট, রিচি রিচার্ডসন ও জভগল শ্রীনাথ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব