টি-টোয়েন্টিতে সাকিবের উইকেটের ‘ফিফটি’
কয়েকদিন আগে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। এবার বাংলাদেশের ক্রিকেটে আরও একটি প্রথমের জন্ম দিলেন এসময়ের সেরা অলরাউন্ডার। শুক্রবার শেষ ম্যাচে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পূর্ণ করেছেন ৫০ উইকেটের মাইলফলক। সাকিবের আগে মাত্র নয়জন বোলার পূর্ণ করতে পেরেছেন উইকেটের অর্ধশতক।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও একশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারেননি কেউ। ৯১ উইকেট নিয়ে শীর্ষে আছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। সাকিবের আগে মাত্র পাঁচজন স্পিনার স্পর্শ করতে পেরেছেন টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক—ইংল্যান্ডের গ্রেম সোয়ান (৫১), নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম (৫৫), শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস (৬৬) এবং পাকিস্তানের সাঈদ আজমল (৮৫) ও আফ্রিদি। পেসারদের মধ্যে এখন পর্যন্ত উইকেটের ‘ফিফটি’ করেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৫৫), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৬৫), শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (৭৪) ও পাকিস্তানের উমর গুল (৮৫)।
কাকতালীয়ভাবে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশও আজ খেলছে নিজেদের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাইলফলক স্পর্শ করতে পারলেও বল হাতে তেমন ভালো করতে পারেননি সাকিব। চার ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী আব্দুর রাজ্জাক। ৩৪টি ম্যাচ খেলে ৪৪ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। ২৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন