টুইটারে রেকর্ড গড়ল ভারত-পাকিস্তানের ফাইনাল
টুইটারে রেকর্ড গড়ল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। ভারত-পাকিস্তানের এই ম্যাচ চলাকালে বিশ্বজুড়ে ১৮ লাখ টুইট হয়েছে। কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচে টুইটারের হিসেবে এটা রেকর্ড। এর আগে কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলাকালে এতো বেশি টুইট হয়নি।
টুইটারের হেড অফ স্পোর্টস পার্টনার শীপের এশিয়া প্যাসিফিক অনীশ মাদানি বলেছেন, টুইটারে ক্রিকেট নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিশ্বজুড়ে ক্রিকেটভক্তরা ১৮ লাখ টুইট করেছেন। এই ম্যাচ সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই প্রথম আইসিসি টুইটারে সরাসরি ভিডিও চ্যাটের ব্যবস্থা করেছিল। ক্রিকেটপ্রেমীরা বিভিন্ন দলের অধিনায়ক ও ধারাভাষ্যকারদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন। ম্যাচের ভিডিও টুইট করারও সুযোগ ছিল।
ভারত-পাক ফাইনাল ম্যাচের পরেই সবচেয়ে বেশি টুইট হয়েছিল দুই দলের গ্রুপের ম্যাচে। এরপর আছে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, ভারত-বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ এবং ইংল্যান্ড-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন