টুটুলের গানে শুরু হলো আশিক-অঞ্জলী’র প্রেমের গল্প
এসআই টুটুলের গানে ঠোঁট মিলিয়ে প্রেম করবেন নতুন মুখ আশিক ও অঞ্জলী। তাদের প্রেমের গল্পের শুরুটাও হলো এভাবেই। হ্যাঁ, তাদের নতুন ছবি ‘এ কেমন প্রেমের গল্প’র কাজ শুরু হলো এস আই টুটুলের একটি গান রেকর্ডিং এর মধ্য দিয়ে। এটি পরিচালনা করছেন মকবুল হোসেন। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
‘ওই চাঁদ, কেন যে উঠে না আমার আকাশে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন ফিরোজ প্লাবন। অনুষ্ঠানে সংগীতশিল্পী এস আই টুটুল ছাড়াও উপস্থিত ছিলেন আশিক চৌধুরী, অঞ্জলী সাথী, মকবুল হোসেনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।
চলচ্চিত্রটি প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, ‘ছবির নাম থেকেই বোঝা যায়, এটা প্রেমের ছবি। তবে এর মধ্যেও থাকছে এমন অনেক কিছু যা দর্শকদের ভিন্নতার স্বাদ এনে দেবে।’
আগামী ১০ অক্টোবর থেকে ‘এ কেমন প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে বিক্রমপুরে। প্রমিজ মিডিয়ার প্রযোজনায় ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নায়ক আশিক চৌধুরী নিজেই।
উল্লেখ্য, চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে অঞ্জলীর পাশাপাশি পরীমনিরও দেখা মিলতে পারে। ঈদের পরপরই ছবিতে তাকে চুক্তিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন আশিক চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন