বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ট্যাম্পাকো মালিকের জামিন শুনানি মঙ্গলবার

গাজীপুরের টঙ্গী বিসিক নগরীর ট্যাম্পাকো ফয়েলস কারখানার মালিক বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেন ও তার স্ত্রীসহ আটজনের আগাম জামিন আবেদনের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আজ প্রাথমিক শুনানি শুরুর পর পরবর্তী শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামন এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ। আদালতে মালিকের পক্ষে শুনানির জন্য উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।

দীর্ঘদিন মকবুল হোসেনকে প্রকাশ্যে দেখা না গেলেও সোমবার অনেকটা হঠাৎ করেই আদালতে হাজির হন তিনি।

প্রসঙ্গত টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানার চেয়ারম্যান মকবুল হোসেন, তার স্ত্রী, ছেলেমেয়ে ও মেয়ের জামাইসহ ১০জনের বিরুদ্ধে হত্যাসহ সাত ধারায় মামলা করে পুলিশ। কারখানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও ভবন ধসে কমপক্ষে ৩৪ জন নিহত ও আহতের ঘটনায় টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদি হয়ে ১৭ সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, টাম্পাকোর চেয়ারম্যান মকবুল হোসেন (৬৫), তার ছেলে কারখানার এমডি তানভীর আহম্মেদ (৪০), তার স্ত্রী কারখানার সার্বিক দায়িত্বে থাকা পারভীন (৫৮), মেয়ে পরিচালক আদিবা পারভীন (৩২), মেয়ের জামাই ডিএমডি শফি সামী (৪০), জিএম শফিকুর রহমান (৫৫), ম্যানেজার (অ্যাডমিন) মনির হোসেন (৫০), ম্যানেজার (সার্বিক) সমীর আহম্মেদ (৩৫), ডিএমডি আলমগীর হোসেন (৪৮) ও ম্যানেজার (নিরাপত্তা) হানিফ (৪২)।

মকবুল হোসেন সিলেটের গোপালগঞ্জ থানার সুন্দিসাইল এলাকার বাসিন্দা। মামলার বিবরণীতে বলা হয়েছে, আসামিরা কারখানার শ্রমিক ও পথচারীদের হত্যা করার জন্য ঝুঁকিপূর্ণ ভবন, ত্রুটিপূর্ণ গ্যাস লাইন/ঝুঁকিপূর্ণ বয়লার মেরামত না করে এবং সঠিকভাবে দায়িত্ব পালন না করে পূর্ব পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডের সাহায্যে শ্রমিক ও পথচারীদের হত্যা ও গুরুতর আহত এবং জখম করে তাদের অপূরণীয় ক্ষতি করেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর টাম্পাকো মালিকসহ আট কর্মকর্তাকে আসামি করে আরো একটি মামলা করা হয়। নিহত শ্রমিক জুয়েলের বাবা আব্দুল কাদের টঙ্গী থানায় ওই মামলা দায়ের করেন।

প্রাথমিক তদন্তে কারখানা মালিকের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে জানিয়ে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছিলেন, যেকোন সময় মকবুল হোসেনকে তারা গ্রেফতার করতে পারেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকা-অটোয়ার সম্পর্ক জোরদারে তৌহিদ ও মেলানির আলোচনা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিবিস্তারিত পড়ুন

বিশ্বনেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরেবিস্তারিত পড়ুন

আন্দোলনের সকল শহিদ এবং আহতদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে: নাহিদ ইসলাম

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের নাম তালিকায়বিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
  • ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনের আহ্বান ছাত্রশিবিরের
  • আওয়ামী লীগকে ছাড়া রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
  • দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আহ্বান জিএমপি কমিশনারের
  • বার নির্বাচনে জালিয়াতি: আনিসুল হক, এম আমিন উদ্দিনসহ ৪০ জনের নামে মামলা
  • খেলাধুলায় কর্মোদ্দীপনা ও মনোবল বৃদ্ধি পায়: মাইনুল হাসান
  • দুর্গাপূজায় ভারত যাচ্ছে তিন হাজার টন ইলিশ
  • প্রচলিত দলগুলো জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তরুণদের দল গঠন করতে হবে: ফরহাদ মজহার
  • কলেজছাত্র ইলহামের চিকিৎসায় তারেক রহমানের বিশেষ উদ্যোগ
  • সম্প্রীতি নষ্ট করতে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: হাসান আরিফ
  • রাষ্ট্র সংস্কার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বানে ড. ইউনূসকে ৪ মার্কিন সিনেটরের চিঠি 
  • জাতিসংঘ অধিবেশনে বিশ্বব্যাপী অস্থিরতা নিরসনের প্রচেষ্টাই মূখ্য হয়ে উঠবে