ট্রাম্পকে হত্যা করতে চায়, কে এই রায়ান রুথ?
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিসের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। সন্দেহভাজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তার নাম রায়ান ওয়েসলি রুথ, বয়স ৫৮ বছর। প্রশ্ন উঠেছে কে এই রায়ান ওয়েসলি রুথ? কেন সে হামলা চালাতে গিয়েছিল ট্রাম্পের উপর?
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রুথ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের বাসিন্দা। উত্তর ক্যারোলিনার গ্রিন্সবরোতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
এদিকে বিভিন্ন সামাজিক মাধ্যমে রুথের প্রোফাইল খুঁজে পেয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সেই অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করে রুথ।
তার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে, ইউক্রেনের পক্ষে ভাড়াটে সেনা নিয়োগে সহায়তা করার চেষ্টা করছেন তিনি। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি ক্রাকোতে উড়ে যেতে চাই। স্বেচ্ছাসেবক হিসেবে লড়াই করতে ও মরতে আমি ইউক্রেন সীমান্তে যেতে ইচ্ছুক।’
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ২০২৩ সালে তারা রুথের সাক্ষাৎকার নিয়েছিল। রুথ তাদের জানিয়েছিল, সংঘাত শুরু হওয়ার পরপরই তিনি ইউক্রেনে গিয়েছিলেন। তার কোনো সামরিক অভিজ্ঞতা না থাকলেও, ইউক্রেন বাহিনীতে আফগান সৈন্যদের নিয়োগ করতে সহায়তা করেছিলেন তিনি।
রুথ আরও বলেছিলেন, ইউক্রেনের পক্ষে সমর্থন জোগাড় করতে, রাজনীতিবিদদের সঙ্গে দেখা করার জন্য ওয়াশিংটনেও গিয়েছিলেন তিনি।
নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় রুথ ঘন-ঘন মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রের কথা বলেছে। এক পোস্টে রুথ লিখেছে, ‘বেসামরিক নাগরিকদের অবশ্যই এই যুদ্ধর গতি পাল্টে দিতে হবে এবং ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধ করতে হবে।’
তার হোয়াটসঅ্যাপ বায়োতে লেখা, ‘আমাদের প্রত্যেককে মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্রকে সমর্থন করার জন্য ছোট ছোট পদক্ষেপ করতে হবে।’
এদিকে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো অর্থ সরবরাহ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই কারণেই ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন কিনা না, তা এখনও স্পষ্ট নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন