ডাল আমদানিতে সমস্যা নেই : অর্থমন্ত্রী

‘ডাল উৎপাদনে আমাদের তেমন কোন জায়গা নেই। তাই ডাল আমদানিতে কোনো সমস্যা দেখছি না’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনজিওদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পরিকল্পনা সচিব তরিকুল-ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মানুষের জন্য ফাউন্ডেশনের রীনা রায়, আশার প্রতিনিধি আব্দুল আজিজ, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
ওষুধের কাঁচামাল আমদানিতে ট্যাক্স কমানোয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওষুধের কাঁচামাল আমদানির ট্যাক্স ২৫ শতাংশ কমানোয় দেশে ওষুধ উৎপাদন বৃদ্ধি পাবে।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি স্বাস্থ্যখাতে বাজেট কমিয়ে ভালো করেছেন। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা অকারণে এখানে টাকা ঢেলে লাভ নাই। তবে স্বাস্থ্যখাতে যে বাজেট দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত না হলেও অপব্যবহার করা হচ্ছে। আপনি ডাক্তারদের চাকরি দিচ্ছেন, বেতন বাড়াচ্ছেন। কিন্তু তারা কেউ গ্রামে থাকছে না। তাদের গ্রামে অবস্থানের বিষয়ে উদ্যোগ নিতে হবে।
ওষুধের দাম কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন বাজারে একটা ক্যানসারের ওষুধের দাম ১৮শ’ টাকা। এই ওষুধের উৎপাদন খরচ ৫০০ টাকার বেশি হওয়ার কথা না। এ জন্য সরকারকে ১৯৮২ সালের ওষুধনীতি অনুসরণ করে ওষুধের দাম কমানোর দিকে নজর দিতে হবে।
আয়েশা খানম বলেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়ছে। ফলে কর্মক্ষেত্রে নারীদের জন্য উপযুক্ত পরিবেশ দরকার। এজন্য ডে-কেয়ার সেন্টার, যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থাসহ যাবতীয় সুযোগ রাখা উচিত।
অক্সফামের প্রতিনিধি নুরুল ইসলাম বলেন, দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে ৩১ শতাংশ যুব সমাজ। প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে। উৎপাদকরা বিশেষ করে কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। এক কেজি ধান উৎপাদন করতে ২৩ টাকা খরচ হচ্ছে অথচ বিক্রি করতে হচ্ছে ১৪ টাকায়।
বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। তাই জলবায়ু মোকাবেলা বাজেট আলাদা বরাদ্দ রাখার দাবি করেন এই উন্নয়নকর্মী।
নগর গবেষণা কেন্দ্রের প্রতিনিধি ড. নজরুল ইসলাম বলেন, দক্ষিণ কোরিয়ার এত উন্নয়ন তার পিছনে রয়েছে গবেষণা। কোন পদক্ষেপকে কার্যকর করার আগে গবেষণা প্রয়োজন। আমরা কৃষিখাতে সফল গবেষণার জন্য আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
এ সময় তিনি গবেষণাখাতে সরকারকে নজর দেওয়ার আহবান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাহাত্তরের সংবিধান অবৈধ, এটি প্রণয়ন করেছিলেন পাকিস্তানের গণপরিষদের সদস্যরা’
পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যরা বাহাত্তরের সংবিধান প্রণয়ন করেছিলেন তাই এটিবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২: চতুর্থ দিন রাতেও উৎসুক জনতার ভিড়
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চতুর্থ দিনবিস্তারিত পড়ুন

আসিফ নজরুল: সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই
অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই বলে মন্তব্য করেবিস্তারিত পড়ুন