বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ডিসেম্বরে মিলবে বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা

আসন্ন বিজয়ের মাস ডিসেম্বরে সারা দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে এক সচেতনতা র‌্যালির উদ্বোধনকালে এঘোষণা দেন তিনি। এ সময় স্তন ক্যন্সার চিকিৎসাকে আরও সহজলভ্য করার দাবি জানানো হয় র‌্যালি থেকে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ইএইচআরডি ক্যান্সার সাপোর্ট সেন্টারসহ বিভিন্ন বেসরকারি
সংগঠন এ র‌্যালিতে অংশ নেয়।

সামাজের সব পর্যায় থেকে মা-বোনদের সচেতন করে তুলতে পারলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বিজয়ের মাসে সকল সরকারি হাসপাতালে স্তন ক্যান্সার নির্ণয়ে মনোগ্রাম পরীক্ষা বিনামূল্যে করা হবে।

মা-বোনরা ডিসেম্বর মাসজুড়ে এ সেবা পাবেন। স্তন ক্যান্সার চিকিৎসায় পর্যায়ক্রমে সব সরকারি হাসপাতালে একটি করে সেন্টার স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, স্তন ক্যান্সার প্রাথমিক স্তরে ধরা পড়লে এটি প্রতিকার সম্ভব। তাই সকলের মাধ্যমে মা-বোনদের সচেতন করে তুলতে হবে যেন তারা নিয়মিত পরীক্ষা করেন। শুরুতে ধরা পড়লে চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

স্বাস্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ইতিমধ্যে পোলিও, ম্যালেরিয়া মুক্ত হয়েছে। ইবোলা দেশে প্রবেশই করতে পারেনি। মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়ে পুরস্কার অর্জন করেছে। যেকোনো কিছুতে সম্মিলিত লড়াই করলে বাঙালি জয়ী হতে পারে। তেমনিভাবে ক্যান্সারকেও আমরা একদিন জয় করতে পারব।

প্রসঙ্গত, প্রতিবছর সারা দেশে প্রায় ৯ হাজার নারী স্তন ক্যান্সারে মারা যায় বলে র‌্যালি থেকে জানানো হয়। অনেক নারী স্তন ক্যান্সার জানার আগেই মারা যান। আর বেশির ভাগ ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে ধরা পড়ে বলে মৃত্যুর হারও বেশি। আবার অনেক ক্ষেত্রে নারীরা স্তন ক্যান্সার হয়েছে জানতে পারলেও অর্থনৈতিক কারণে সুচিকিৎসা নিতে পারে না।

এ সময় আরও উপস্থিতি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন

কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কোন খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ
  • H5N1 ভাইরাস ছড়াচ্ছে, কোভিডের চাইতে 100 গুণ বেশি বিপজ্জনক
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?