ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২৬ হাজার, মৃত্যু বেড়ে ১৩৮
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৫৪ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। এছাড়া গত একদিনে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়িয়েছে।
বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের ৩৫৫ এবং ঢাকা বিভাগে ২০১ জন। এর বাইরে ট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জন নিয়ে চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৬ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৪ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৩ হাজার ৫০৩ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন