ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একি বললেন মার্কিন ইতিহাসবিদ অধ্যাপক অ্যালান লিটম্যান
‘ভোটে জিতে ক্ষমতায় এসেছেন বটে। তবে বেশিদিন টিকবেন না।’ সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য মার্কিন ইতিহাসবিদ অধ্যাপক অ্যালান লিটম্যানের। তার মতে, ‘নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত, একথা আগেই বলেছিলাম। তবে ক্ষমতায় এলেও, বেশিদিন
টিকবেন না তিনি। কারণ ট্রাম্পকে প্রেসিডেন্ট করা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই মতভেদ রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে একজন রক্ষণশীল, নিয়ন্ত্রণযোগ্য লোকই পছন্দ তাদের। সেক্ষেত্রে ট্রাম্প একেবারেই বেমানান। তাকে নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। আমি নিশ্চিত, কিছুদিনের মধ্যেই রিপাবলিকানদের সেই সুযোগ করে দেবেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করে বসবেন। যাতে রাজদ্রোহের অভিযোগ তুলে তাঁকে সরিয়ে দেবেন রিপাবলিকানরা।’
৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন জিতবেন বলে প্রায় সকলেই ধরে নিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের জয় নিশ্চিত বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন অধ্যাপক অ্যালান লিটম্যান। হয়েছেও তাই। কিন্তু ট্রাম্প জেতার পর থেকেই আমেরিকা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গুগলে হামলে পড়েছেন মানুষ। বারবার একই প্রশ্ন করা হচ্ছে, ‘কীভাবে প্রেসিডেন্ট কে গদিচ্যুত করা যায়?’
সমীক্ষায় দেখা গেছে, হিলারি ক্লিন্টন হার স্বীকার করার পর ওই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রায় ৫০০০ শতাংশ বেড়ে যায়। অধ্যাপক লিটম্যান ছাড়াও, ট্রাম্পকে সরিয়ে দেয়া যেতে পারে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অফ উটাহ–র আইন বিভাগের অধ্যাপক লুইস পিটারসন। এখন পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্টকে দেশদ্রোহের দায়ে সাজা কাটতে বা সরতে হয়নি। সাবেক দুই প্রেসিডেন্ট— অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, মার্কিন সেনেটে রেহাই পেয়ে যান তারা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইস্তফা দিয়েছিলেন রিচার্ড নিক্সন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন