বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ড্রেসিংরুমে মাশরাফিদের সাথে এরা কারা ?

গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলের ড্রেসিংরুম দেখে ধাক্কাই খেতে হলো। ভেতরে বিরাট জটলা। তুমুল হইচই। বহিরাগতদের দখলে মাশরাফি-সাকিবদের ড্রেসিংরুম! সাংবাদিকেরা সে ছবি তুলতে গিয়ে নাজেহাল হলেন। শুরু হলো বাগ্‌বিতণ্ডা।

বিসিবির সাময়িক নিরাপত্তাকর্মীরা ঝামেলা মেটাবে কী, উল্টো আরও বাড়াল। সেদিন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং ছিল। ফলে শুটিং ইউনিটের একগাদা কর্মী সেদিন ছিলেন মাঠে। এর মধ্যে ছিলেন অনেক বহিরাগতও, যাঁদের না ছিল ক্রিকেটের সঙ্গে সম্পর্ক, না শুটিংয়ের। খেলা চলুক আর না চলুক, ড্রেসিংরুমে সাধারণত বহিরাগতদের প্রবেশাধিকার সংরক্ষিতই থাকে।

কিন্তু এ দিন ড্রেসিংরুম যেন সেই বহিরাগতদেরই দখলে। সেখানে চলছে আড্ডা, হইচই।

ঘটনা এখানেই শেষ হয়নি। আজ আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পেশাগত দায়িত্বপালনের সময় বিসিবির নিরাপত্তা কর্মী আর এক পুলিশ সদস্যের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন এক সিনিয়র সাংবাদিক। যদিও এ ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। কিন্তু অভিযুক্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, জানা যায়নি। বিসিবির এই সাময়িক নিরাপত্তাকর্মীদের আচরণ-ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে আগেও।

গত দুটি সিরিজেই দেখা গেছে ম্যাচ শেষে ড্রেসিংরুমের আশপাশে, এমনকি ভেতরেও ঢুকে পড়ছে বহিরাগত অনেকে। এসব দেখার যেন কেউ নেই বিসিবিতে। সব মিলিয়ে নিরাপত্তা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে শেরেবাংলা স্টেডিয়ামে।

বিষয়টি নিয়ে আজ কথা বলতে হলো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সবকিছুর একটা নিয়ম-নীতি আছে। আন্তর্জাতিক ক্রিকেটের কথা যদি বলেন, সবার একটা কার্ড আছে; এমনকি আমরা খেলোয়াড়ও ড্রেসিংরুমে ঢোকার সময় নিশ্চিত হই কার্ড সঙ্গে আছে কি না। একটা প্রটোকলের ভেতর দিয়েই এই স্টেডিয়ামের সব কিছু চলে। কাউকে যদি শারীরিকভাবে নির্যাতন করা হয় সেটা অবশ্যই দুঃখজনক। এটা কিছুতেই কাম্য নয়।

শেষ কয়েকটা ম্যাচে দেখেছি, মাঠে অনেক দর্শক ঢুকে গিয়েছে, হয়তো বাইরে থেকে চলে এসেছে। এ ব্যাপারগুলো আন্তর্জাতিক ম্যাচে হলে অন্য দলের খেলোয়াড়রা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। তাদের কাছে মনে হতে পারে, এ আবার কেমন!’

নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানালেন মাশরাফি, ‘নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, আশা করি তারা খেয়াল করবেন। নিরাপত্তাকর্মী যাঁরা আছেন, তাদের কাজ সব কিছু সুশৃঙ্খলভাবে চালানো। এর মধ্যে কিছু ঘটলে বোঝাপড়ার মাধ্যমে ঠিক করা হবে, সিরিজের আগে এমনই প্রত্যাশা।’

শুধু গত বৃহস্পতিবারের জন্য নয়, প্রতি ম্যাচ শেষেই জাতীয় দলের ড্রেসিংরুম কিংবা এর আশপাশে বহিরাগতদের ভিড় জমছে। এখান থেকে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে বাংলাদেশের ক্রিকেটেরই ভাবমূর্তিই প্রশ্নবিদ্ধ হবে। মাশরাফিদের ড্রেসিংরুমের এই ভিড়টা আসলেই কারা?

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি