শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ড্রেসিংরুমে মাশরাফিদের সাথে এরা কারা ?

গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দলের ড্রেসিংরুম দেখে ধাক্কাই খেতে হলো। ভেতরে বিরাট জটলা। তুমুল হইচই। বহিরাগতদের দখলে মাশরাফি-সাকিবদের ড্রেসিংরুম! সাংবাদিকেরা সে ছবি তুলতে গিয়ে নাজেহাল হলেন। শুরু হলো বাগ্‌বিতণ্ডা।

বিসিবির সাময়িক নিরাপত্তাকর্মীরা ঝামেলা মেটাবে কী, উল্টো আরও বাড়াল। সেদিন জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিং ছিল। ফলে শুটিং ইউনিটের একগাদা কর্মী সেদিন ছিলেন মাঠে। এর মধ্যে ছিলেন অনেক বহিরাগতও, যাঁদের না ছিল ক্রিকেটের সঙ্গে সম্পর্ক, না শুটিংয়ের। খেলা চলুক আর না চলুক, ড্রেসিংরুমে সাধারণত বহিরাগতদের প্রবেশাধিকার সংরক্ষিতই থাকে।

কিন্তু এ দিন ড্রেসিংরুম যেন সেই বহিরাগতদেরই দখলে। সেখানে চলছে আড্ডা, হইচই।

ঘটনা এখানেই শেষ হয়নি। আজ আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পেশাগত দায়িত্বপালনের সময় বিসিবির নিরাপত্তা কর্মী আর এক পুলিশ সদস্যের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন এক সিনিয়র সাংবাদিক। যদিও এ ঘটনায় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। কিন্তু অভিযুক্ত কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, জানা যায়নি। বিসিবির এই সাময়িক নিরাপত্তাকর্মীদের আচরণ-ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে আগেও।

গত দুটি সিরিজেই দেখা গেছে ম্যাচ শেষে ড্রেসিংরুমের আশপাশে, এমনকি ভেতরেও ঢুকে পড়ছে বহিরাগত অনেকে। এসব দেখার যেন কেউ নেই বিসিবিতে। সব মিলিয়ে নিরাপত্তা বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে শেরেবাংলা স্টেডিয়ামে।

বিষয়টি নিয়ে আজ কথা বলতে হলো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘সবকিছুর একটা নিয়ম-নীতি আছে। আন্তর্জাতিক ক্রিকেটের কথা যদি বলেন, সবার একটা কার্ড আছে; এমনকি আমরা খেলোয়াড়ও ড্রেসিংরুমে ঢোকার সময় নিশ্চিত হই কার্ড সঙ্গে আছে কি না। একটা প্রটোকলের ভেতর দিয়েই এই স্টেডিয়ামের সব কিছু চলে। কাউকে যদি শারীরিকভাবে নির্যাতন করা হয় সেটা অবশ্যই দুঃখজনক। এটা কিছুতেই কাম্য নয়।

শেষ কয়েকটা ম্যাচে দেখেছি, মাঠে অনেক দর্শক ঢুকে গিয়েছে, হয়তো বাইরে থেকে চলে এসেছে। এ ব্যাপারগুলো আন্তর্জাতিক ম্যাচে হলে অন্য দলের খেলোয়াড়রা নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। তাদের কাছে মনে হতে পারে, এ আবার কেমন!’

নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানালেন মাশরাফি, ‘নিরাপত্তার দায়িত্বে যাঁরা আছেন, আশা করি তারা খেয়াল করবেন। নিরাপত্তাকর্মী যাঁরা আছেন, তাদের কাজ সব কিছু সুশৃঙ্খলভাবে চালানো। এর মধ্যে কিছু ঘটলে বোঝাপড়ার মাধ্যমে ঠিক করা হবে, সিরিজের আগে এমনই প্রত্যাশা।’

শুধু গত বৃহস্পতিবারের জন্য নয়, প্রতি ম্যাচ শেষেই জাতীয় দলের ড্রেসিংরুম কিংবা এর আশপাশে বহিরাগতদের ভিড় জমছে। এখান থেকে নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে বাংলাদেশের ক্রিকেটেরই ভাবমূর্তিই প্রশ্নবিদ্ধ হবে। মাশরাফিদের ড্রেসিংরুমের এই ভিড়টা আসলেই কারা?

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব