ড. ইউনূস: বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো স্থান নেই
বাংলাদেশে আওয়ামী লীগ ও দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। “ফ্যাসিজমের সব বৈশিষ্ট্যি” আওয়ামী লীগ প্রদর্শন করেছে বলেও তিনি উল্লেখ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।
বুধবার (৩০ অক্টোবর) পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস বলেন, “আপাতত এখানে তার (শেখ হাসিনা) কোনো স্থান নেই। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দেশের জনগণ, রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছুকেই নিয়ন্ত্রণ করেছে। একটি গণতান্ত্রিক দেশে এরকম ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকতে পারে না।”
ভারত থেকে শেখ হাসিনার প্রত্যাপর্ণের প্রশ্নে ড. ইউনূস বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার আপাতত সে চেষ্টা করছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
তিনি বলেছেন, “তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। রায় হওয়ার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।”
দল হিসেবে আওয়ামী লীগ পুরো ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। তবে তারা (অন্তর্বর্তী সরকার) যেহেতু কোনো “রাজনৈতিক সরকার” নন, তাই দলটির ভাগ্য নির্ধারণের দায়িত্ব নেবেন না।
আওয়ামী লীগ ভবিষ্যৎ নির্বাচনে অংশ নিতে পারবে কি-না, এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, “অন্যান্য রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন