মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকাসহ প্রায় দুই লাখ শহুরে বাড়িতে নেই ‘বিদ্যুৎ’

রাজধানী শহর ঢাকার চার হাজার ৫৬৯টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। এসব বাড়ির মালিক কখনো বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেননি। ঢাকা ছাড়া ২১টি জেলা সদরে বিদ্যুৎ সংযোগবিহীন বাড়ি রয়েছে ৬০ হাজার ৫৮২ টি। এরা কখনো বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছিলেন কি না, এ বিষয়ে নিশ্চিত নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশের ৪০টি জেলার সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় মোট বিদ্যুৎ সংযোগবিহীন বাড়ি রয়েছে এক লাখ ৭৮ হাজার ৮০ টি। এই সিটি করপোরেশন ও পৌরসভা এলাকাগুলোতে বর্তমানে মোট বিদ্যুৎ গ্রাহক ২৬ লাখ ৫৭ হাজার ১৪০।

এই হিসাব বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আলাদা আলাদাভাবে করা। এই হিসাব পূর্ণাঙ্গ নয়। বিদ্যুৎ মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাঁদের আওতাধীন এলাকার মোট বাড়ির (হাউজহোল্ড) সংখ্যা থেকে মোট বিদ্যুৎ সংযোগের সংখ্যা বিয়োগ করে এই হিসাব বের করেছে।

গত জুলাই মাসে বিদ্যুৎ মন্ত্রণালয় বিতরণ কোম্পানিগুলোর কাছে বিদ্যুৎ সংযোগবিহীন বাড়ির সংখ্যা জানতে চায়। ২০২১ সালের মধ্যে দেশের সব বাড়ি বিদ্যুৎ সংযোগের আওতায় আনার সরকারি অঙ্গীকার বাস্তবায়নের জন্য এই হিসাব জানতে চাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।

উপরোক্ত হিসাবের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন গ্রাম এলাকার চিত্র নেই। গ্রাম এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলমান। দেশে এখন পর্যন্ত সব বাড়িতে বিদ্যুৎ সরবরাহ আছে—এমন এলাকা হিসেবে ছয়টি উপজেলার নাম ঘোষণা করা হয়েছে। গত ১২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ছয়টি উপজেলার নাম ঘোষণা করেন। দেশে মোট উপজেলা ৪৮৯ টি।

তবে ঢাকা মহানগরে কিংবা দেশের সিটি করপোরেশনগুলো অথবা জেলা সদরে বিদ্যুৎ সংযোগবিহীন বাড়ি থাকা স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে গত ২৮ আগস্ট বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটি সভা হয়। সেখানে বিদ্যুৎ সংযোগবিহীন বাড়ির হিসাব নিয়ে আলোচনার পর কেন কীভাবে এই বাড়িগুলো বিদ্যুৎ সংযোগের বাইরে থেকে গেছে, এ বিষয়ে সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরইবির এলাকায়ও এই সমীক্ষা চালানো হবে।

ঢাকায় বিদ্যুৎ সংযোগবিহীন বাড়ির যে সংখ্যার কথা বলা হচ্ছে, এর মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এলাকায় মোট দুই লাখ ৭৪ হাজার ২৬৬টি বাড়ির মধ্যে দুই হাজার ২৬৯ টিতে বিদ্যুৎ সংযোগ নেই। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) এলাকায় মোট এক লাখ ৪৬ হাজার বাড়ির মধ্যে দুই হাজার ৩০০ টিতে বিদ্যুৎ সংযোগ নেই।

ঢাকার বাইরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) এলাকায় মোট আট লাখ ২২ হাজার ৮১৩টি বাড়ির মধ্যে ৬০ হাজার ৫৮২ টিতে বিদ্যুৎ সংযোগ নেই। ২৮ আগস্টের সভায় উপস্থাপিত বিদ্যুৎ সংযোগবিহীন অন্য বাড়িগুলোর প্রায় সবই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিতরণ এলাকায়। অল্প কিছু সংখ্যক বাড়ি আরইবির আওতাধীন এলাকার হতে পারে বলে মন্ত্রণালয় সূত্র জানান।

দেশে বর্তমানে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা তিন কোটির কাছাকাছি। এর মধ্যে ২০০৯ সালের জানুয়ারি থেকে এ বছরের জুলাই পর্যন্ত সময়ে প্রায় এক কোটি ১০ লাখ গ্রাহককে নতুন সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রতি মাসে গড়ে দুই লাখেরও বেশি গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। এর ৯০ শতাংশেরও বেশি দিচ্ছে আরইবি, গ্রামাঞ্চলে। তবে সংযোগ দেওয়া হলেও গ্রামাঞ্চলে বিদ্যুতের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কম। ফলে অধিকাংশ গ্রামাঞ্চলে এখনো দিনের প্রায় অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না।খবর প্রথম আলো’র।

এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে

নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত

নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন

  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
  • মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা