ঢাকায় এখন ইংল্যান্ড ক্রিকেট দল

বাংলাদেশে বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ৩ ওয়ানডে ও ২ টেস্টের সফরে শুরুতে এসেছে ইংলিশদের ওয়ানডে দল।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে দলটি।
নিয়মিত অধিনায়ক ওয়েন মর্গ্যানের অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর অনিশ্চিত হয়েছিল এই সফর। পরে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে দেশে ফিরে ইতিবাচক প্রতিবেদন দিলে সফরে আসার সিদ্ধান্ত নেয় ইংলিশরা।
ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হয়েছিল সফরে আসার ব্যাপারে নিজ থেকে সিদ্ধান্ত নেওয়ার। দল এলেও নিরাপত্তা শঙ্কায় তাই আসেননি ওয়ানডে অধিনায়ক মর্গ্যান ও ওপেনার অ্যালেক্স হেলস।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। এর আগে আগামী মঙ্গলবার ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন