ঢাকায় দশ বছরে বায়ু দূষণ বেড়েছে আশি ভাগ
বাংলাদেশের রাজধানী ঢাকায় বায়ু দূষণের হার গত দশ বছরে বেড়েছে শতকরা আশি ভাগ। গত দশ বছর ধরে মার্কিন মহাকাশ সংস্থা নাসা’র একটি স্যাটেলাইটের পর্যালোচনায় এই তথ্য বেরিয়ে এসেছে।
অরা মিশন নামের এই স্যাটেলাইটটি ২০০৪ সালে উৎক্ষেপণ করা হয় বিশ্বজুড়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডের নিঃসরণ পর্যবেক্ষণ করার জন্য।
বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশ-সহ এশিয়ার কিছু দেশে দূষণের হার বেড়েছে। চীনে বায়ু দূষণের বৃদ্ধির হার শতকরা ২৫ ভাগ। এছাড়াও ওই পর্যবেক্ষণে উঠে এসেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে এই দূষণের মাত্রা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপে গত দশ বছরে নাইট্রোজেন দূষণের হার কমে গেছে শতকরা কুড়ি থেকে পঞ্চাশ ভাগ পর্যন্ত।
সার্বিক বিচারে গত দশ বছরে বিশ্বে গড়ে এই গ্যাসের দূষণ অবশ্য কমেছে শতকরা ১৪ ভাগ হারে। নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস মূলত জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে নিঃসরিত হয়।
সংক্ষেপে এনওটু নামে পরিচিত এই গ্যাসটির মূল উৎস গাড়ির নির্গমন পাইপ ও কয়লা পোড়ানো হয় এমন শিল্প কারখানা। হলদে-বাদামী এই গ্যাস মানুষের শ্বাসযন্ত্রে মারাত্মক প্রদাহের কারণ।
এটি বায়ুমণ্ডলের নিম্নভাগে ওজোন গ্যাস বাড়াতেও ভূমিকা রাখে। অরা মিশন থেকে প্রাপ্ত গত দশ বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এর ফলাফল আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের এক বৈঠকে উপস্থাপন করেন বিজ্ঞানীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘ধর্ষণ-হত্যার হুমকি’র বিচার চেয়ে রাস্তায় মা-মেয়ে
ধর্ষণ, হত্যার হুমকি এবং মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে সুবিচারবিস্তারিত পড়ুন

ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত
দেশে খাদ্যের মজুত বৃদ্ধিতে ভারত থেকে আরও ৫০ হাজার টনবিস্তারিত পড়ুন

‘ঢাকার অলি-গলিতে মোটরসাইকেল টহল বাড়ানো হবে’
অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা জোরদার করতে ঢাকার অলিতে-গলিতে মোটরসাইকেল টহলবিস্তারিত পড়ুন