ঢাকায় সুন্নী ইজতেমা শুরু ২৮ ডিসেম্বর
জঙ্গি ও সন্ত্রাসবাদের অন্ধকার থেকে তরুণদের ইসলামের পথে নিয়ে আসতে ঢাকায় ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুন্নী ইজতেমা।
রাজধানীর হাজী ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটির তিনশ একর খোলা ময়দানে এই ইজতেমা আয়োজন করেছে দাওয়াতে ইসলামী।
৩০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমা। এতে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি যোগ দেওয়ার কথা রয়েছে।
ইজতেমার জন্য আজ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। জুমার নামাজ শেষে আশিয়ান সিটির মাঠে মিলাদ-কিয়াম ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমা কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন আহাম্মেদ, দক্ষিণ আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, পীরে তরিকত মুফতী আব্দুর রহমান, পীরে তরিকত আল্লামা ওয়ালী উল্লাহ আশেকি, আল্লামা মোস্তাক আহামদ, মাওলানা দেলোয়ার হোসেন নঈমী, দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি প্রমুখ।
জানা গেছে, সুন্নাতে ভরা এই ইজতেমার জন্য আশিয়ান সিটির মাঠে প্রায় ৮টি পুকুর খনন করা হবে। অজুখানাসহ বিশালাকার প্যান্ডেল তৈরি করা হবে। নির্মাণ করা হবে অস্থায়ী প্রয়োজনীয় হাজতখানা। ইজতেমার শৃঙ্খলারক্ষাসহ সার্বিক তত্বাবধান করবে দাওয়াতে ইসলামীর নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি জানান, ঢাকার বুকে এই প্রথম তিনদিনের সুন্নী ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের মূল আদর্শ প্রচার করা এবং তরুণ ও যুবকদের জঙ্গিবাদের মতো বিপথগামী থেকে ইসলামের আলোর পথে নিয়ে আসা।
তিনি বলেন, তবলীগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী। যা তরিকতপন্থী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদায় বিশ্বাসী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী শান্তি প্রিয় সংগঠন।
গত দুই বছর ধরে দাওয়াতে ইসলামী বন্দরনগরী চট্টগ্রামে তিন দিনের সুন্নাতেভরা ইজতেমা করে আলোচিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র
বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রবিস্তারিত পড়ুন
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির বৈঠক
তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন
বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতা খন্দকার নাসিরের মতবিনিময়
ফরিদপুরের বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদবিস্তারিত পড়ুন