ঢাকা-খুলনা রেল আংশিক চালু হয়েছে সুদীর্ঘ্য ১২ ঘণ্টা পর !


অবশেষে প্রায় ১২ ঘন্টা পর কুষ্টিয়ার পোড়াদহে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বন্ধ থাকা খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেলযোগাযোগ আংশিক চালু হয়েছে। ডাউন লাইন ক্লিয়ার থাকায় আংশিকভাবে ট্রেন চলাচল করছে।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি কাজ চালিয়ে যাচ্ছে। আজ শনিবার সকাল ৮টার সময় ডাউন লাইন ক্লিয়ার হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার সঙ্গে রেলযোগাযোগ আংশিক চালু হয়েছে।
ডাউন লাইন ক্লিয়ার হওয়ায় ঈশ্বরদী থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি পোড়াদহ জংশন অতিক্রম করে খুলনার উদ্দেশে রওনা দিয়েছে।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেইটের সামনে ট্রেনটির ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ এবং ডাউনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













