ঢাবিতে লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে কর্মকর্তার মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোকারম ভবনের লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত মোহাম্মদ আব্দুল্লাহ (৫০) নামের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আবদুল্লাহ চারুকলা অনুষদের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (হিসাব) ছিলেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে যান ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছেন উপাচার্য। ঘটনার প্রকৃত কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাবির চারুকলা বিভাগের সহকারী রেজিস্টার মো. আলম ফারুক জানান, আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের চারুকলা অনুষদের সিনিয়র সহকারী পরিচালক ছিলেন। আজ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। ছাত্রছাত্রীদের সিট পড়েছিল মোকারম ভবনে। সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ পরীক্ষা নিয়ন্ত্রকদের জন্য বরাদ্দ টাকা নিয়ে ভবনের উপরে উঠেছিলেন। ওই ভবনের লিফট ছিল অনেক পুরোনো, যেটা হাত দিয়ে টেনে খুলতে হয়। ৭ তলায় লিফটের বোতামে চাপ দেন তিনি। লিফট আসার আগেই দরজা হাত দিয়ে খুলে লিফটে উঠতে পা বাড়ালে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে ঢাবির অন্য স্টাফরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
নিহত আব্দুল্লাহর বাড়ি গাজীপুরের গাছা থানার কলেমশ্বর গ্রামে। তার বাবার নাম এসএম কাউসার উদ্দিন। স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে গাজীপুরে থাকতেন তিনি। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অফিস করতেন।
আব্দুল্লাহর ভাই মো. ওবায়দুল্লাহ বলেন, “আমার ভাই সকালে লিফটে উঠতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে আহত অবস্থায় দেখতে পাই। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে আমার ভাই মারা যান।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন