তনু ধর্ষণ-হত্যা রাষ্ট্রে বিচারব্যবস্থার ত্রুটির ফল

ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সংস্কৃতিকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার সাথে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে দ্রুততর আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের আহ্বান জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ড. অজয় রায় ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তারা বলেছেন, ‘আমরা মনে করি সমাজে, রাষ্ট্রে বিচারব্যবস্থায় ত্রুটি-বিচ্যুতি, ধীরগতি অপরাধ প্রবণতার সাহস যোগাচ্ছে। একই সাথে আইনের ফাঁকফোকরে অপরাধীরা বের হয়ে আসার সুযোগ পাচ্ছে। ফলে তারা আবারও একই ধরনের অপরাধে উৎসাহিত হচ্ছে।’
তারা বলেন, ‘গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দেশে অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নারী, শিশু নির্যাতনের ক্রমবর্ধমান মাত্রা যেন দ্রুততর বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ কুমিল্লা সেনানিবাস এলাকায় সুরক্ষিত স্থানে ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান যে নির্মমতার স্বীকার হলেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।’
সরকার ও প্রশাসনের কাছে তনুর হত্যায় জড়িতদের দ্রুততর আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের দাবি জানান তারা। বলেন, ‘সব ধরনের অপরাধের বিচার দ্রুততর ও কার্যকর করুন।’
এ সময় তারা তনুর পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন