তাঁকে নিয়েই ছবি, অথচ জানতেনই না হৃতিক!
তাঁকে নিয়ে হয়ে গেল একটা আস্ত সিনেমা। অথচ তিনি জানতেনই না সেই খবর! তিনি আর কেউ নন, হৃতিক রোশন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মালয়ালম ছবি ‘কাটাপ্পানাইলে হৃতিক রোশন’। ছবির পরিচালক নাদির শাহ। অভিনেতা হৃতিক রোশনের নাম এবং কিছুটা জীবন নিয়ে তৈরি এই ছবি। ছবির গল্প এমন এক ছেলেকে নিয়ে গড়ে উঠেছে, যার বাবা চায় ছেলে একজন নামকরা অভিনেতা হয়ে উঠুক। অভিনেতাদের জনপ্রিয়তা আর ভক্তদের প্রিয় অভিনেতার প্রতি ভালবাসা আর পাগলামিই এই ছবিতে ফুটে উঠেছে।
নিজের নামে যে ছবি হচ্ছে সেই খবর জানতেনই না হৃতিক। সোশাল মিডিয়ার দৌলতে তাঁর নজরে আসে খবরটি। তাঁর ভক্তদের অনেকেই এই ছবির পোস্টার তাঁর সোশাল মিডিয়ার প্রোফাইল গুলোতে পোস্ট করছিলেন। তবে ছবির নাম শুনে বেজায় খুশি হয়েছেন হৃতিক।
মুম্বাইতেও মুক্তি পেয়েছে ‘কাটাপ্পানাইলে হৃতিক রোশন’। তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকেই তাঁকে ছবিটি দেখে আসতে অনুরোধও করেছেন। ছবিটি ইতিমধ্যেই ভাল ব্যবসা করেছে। আগামী সপ্তাহেই কোচিতে একটি বিজ্ঞাপনী সংস্থার উদ্বোধনে যাচ্ছেন হৃতিক। ঘনিষ্ঠ মহলে রোশন পুত্র জানিয়েছেন, ছবিটি সেখানেই দেখে ফেলতা চান।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন