তামিমকে নিয়ে এসব কি তথ্য দিল কোহলি?

তামিমের গায়ে জোর নেই। এমনকি সে জোরে হিটও করতে পারে না। বেশ কয়েক দিন আগে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিমকে নিয়ে এমই আজগুবি তথ্য দিয়েছিলেন ভারত দলের হার্ডহিটার ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে বিষয় গুলো শোনার পর একটু দুঃখ পাননি তামিম। কারণ তার ভালোই জানা কিভাবে ক্ষোভকে কাজে পরিণত করতে হয়।
একটা সময় ছিল যখন কেউ তামিমকে কষ্ট দিলে তা মানতে তার অনেক কষ্ট হতো। এমনকি বিষয়টি নিয়ে সারাক্ষণই মন খারাপ হতো তার। যার প্রভাব পড়তো পরবর্তী ম্যাচে। দেশের প্রথম সারির একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তামিম জানান, ‘কয়েক দিন আগে বিরাট কোহলির একটা ইন্টারভিউ দেখছিলাম।
ও বলছিল, আমি বিগ হিটার না। গায়ে এমন শক্তিও নেই যে, গেইলের মতো প্রথম বলেই ছক্কা মেরে দেব। আমি তাই প্রপার ক্রিকেট শটই খেলি। টেস্টে যেমন খেলি, তেমনই খেলি। কোহলির ওই কথাটা থেকে আমি অনেক কিছু শিখেছি। টি-টোয়েন্টিতে ওর গড় ৫০, এটা কিন্তু বিরাট ব্যাপার। টেস্ট ম্যাচ আলাদা।
ওটার সঙ্গে আমি তুলনাই করব না। ওখানে সময় পাওয়া যায়, সময় নিতে হয়। ওয়ানডে আর টি-টোয়েন্টি আমি একইভাবে দেখি। প্রথম বল ভালো হলে ঠেকাব, মারার হলে মারব। তবে টি-টোয়েন্টিতে একটু বাড়তি ঝুঁকি নিতে হয়। প্রথম ৬ ওভার পাওয়ার প্লেটা কাজে লাগাতে হয়। প্রসঙ্গত, এশিয়া কাপে শেষ দুই ম্যাচে নিজেকে মেলে না ধরতে পারলেও বিশ্বকাপে এসে দারুণ চমক দেখাচ্ছেন তামিম ইকবাল। বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যায় তাকে। এ পর্যন্ত দুই ম্যাচে ১৩০ রান করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন