রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তামিমের জ্বালাটাও কম নয়

ষষ্ঠ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বটা বাংলাদেশের জন্য ছিল তামিমময়। দারুণ তিনটি ইনিংস খেলে দলকে মূলপর্বের টিকিট এনে দেন দেশসেরা এই ওপেনার। মূলপর্বে ঠিক জ্বলে উঠতে পারেননি। তামিম যদি জ্বলে উঠতে পারতেন, তাহলে হয়তো বাংলাদেশের এমন আফসোস করতে হতো না। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যান টাইগাররা। অসিদের কাছে ৩ উইকেটে, আর টিম ইন্ডিয়ার কাছে বাংলাদেশ হেরে যায় মাত্র ১ রানে!

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক টি২০তে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডটাই গড়ে ফেলে বাংলাদেশ। তাই এদেশের ক্রিকেটনুরাগীরা আক্ষেপটা করছেন এভাবে, ইস, ওই ম্যাচগুলো যদি বাছাইপর্বের তামিমকে পাওয়া যেত! এর জন্য অবশ্য বাংলাদেশের তারকা এই উদ্বোধনী ব্যাটসম্যানের জ্বালাটাও কম নয়। তার হৃদয়টা পুড়ে অঙ্গার হচ্ছে আক্ষেপের আগুনে। জানালেন, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ম্যাচে সব এলোমেলো হয়ে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও হেরে যায় বাংলাদেশ। তবে দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স তামিমকে আশান্বিত করছে, ভবিষ্যতে এই ফরম্যাটেও ভালো করবে বাংলাদেশ।

দেশে ফিরে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি ম্যাচে সব যেন এলোমেলো হয়ে গেছে আমাদের। যদি ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বলেন, সেটা কিন্তু ভালোই হয়েছে। তবে যতই রান করেন আর উইকেট নেন, দিন শেষে দল না জিতলে এমন পারফরম্যান্সের কোনো মূল্য নেই!’

সুপার টেনের চারটি ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। হারের মাঝেও ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করেন তামিম। বিশেষ করে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইটাকে বড় পাওয়া হিসেবেই দেখছেন তিনি। ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে জয়ের পাথেয় হিসেবেই দেখছেন চট্টগ্রামে জন্ম নেয়া এই তারকা ক্রিকেটার। তামিম বলেন, ‘দেখুন, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ম্যাচ দুটিতে আমরা দারুণ লড়াই করেছি।। এই যে বড় দলগুলোর সঙ্গে আমরা লড়াই করেছি, ছয় মাস আগেও এমনটা ভাবতে পারতাম না। আমাদের আরেকটি পাওয়া বোলারদের পারফরম্যান্স। একটা ম্যাচ বাদে বোলাররা ভালোই বল করেছে।’

প্রসঙ্গত, বাছাইপর্ব ও মূলপর্ব মিলে মোট ছয়টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ৬ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৯৫ রান। গড়টাও চোখে পড়ার মতোই, ৭৩.৭৫। সত্যিই অসাধারণ! এই পারফরম্যান্সই বলে দিচ্ছে, সময়টা কেমন কাটছে বাংলাদেশের সেরা এই ওপেনারের?

এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন

  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন