তামিম ছাড়াও বাকিদের সেরাটা প্রত্যাশা মাশরাফির

বাছাইপর্বের গন্ডি পেরিয়ে বাংলাদেশ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে। সুপারটেনের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সম্প্রতি দারুণ ফর্মে থাকা দেশসেরা ওপেনর তামিমকে নিয়ে মাশরাফি বলেন, ‘তামিম ভালো টাচে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই। এটা আমাদের জন্যে ভালো। আমরা শুধু তামিমকেই না সব ব্যাটসম্যানদের জ্বলে উঠতে দেখতে চাই। এখানকার উইকেট ঘরের মাঠ থেকে অনেক ভালো। এশিয়া কাপে আমরা সিমিং উইকেটে খেলেছিলাম। এখানে ফ্ল্যাটার উইকেট পাচ্ছি।’
তামিম দারুণ ধারাবাহিকতায় থাকলেও নিজেদের হারিয়ে খুজছেন টাইগার শিবিরের দুই তারকা খেলোয়াড় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। মিডলঅর্ডার এই ব্যাটসম্যানদের নিয়ে মাশরাফি বলেন, ‘আমি অবশ্যই চাইব সবাই পারফর্ম করুক। টি-টোয়েন্টি ক্রিকেট মাত্র ২০ ওভারের খেলা। আপনি চাইলেও এখানে অনেক কিছু পাওয়া সম্ভব না। মিডল অর্ডারে যারা ব্যাটিং করে তাদের জন্যে খুব কঠিন জায়গাটা। উইকেট পরে গেলে খুব চাপ তৈরী হয়ে যায়। চাপও থাকে আবার রানও করতে হয়। আবার যদি উইকেট না পরে শেষ দিকে গিয়েই বড় শট খেলতে হয়। সেট হওয়ার সুযোগটি কম থাকে এ সময়ে।’
মাশরাফি আরও বলেন, ‘আমি মনে করি এ ফরম্যাটে মিডল অর্ডারে ব্যাটিং করা কঠিন। তারপরও তারা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ভালো জিনিস যে তামিম ভালো করছে। সাব্বির বড় রান করছে। সৌম্যও রান পাচ্ছে। আমি বিশ্বাস করি বড় ম্যাচে ও অনেক বড় ইনিংস খেলতে পারবে। ওর সেই সামর্থ্য আছে। টপ অর্ডার যদি ভালো করে তাহলে মিডল অর্ডার থেকে চাপ কমে যায়। এরকম হতে থাকলে খুব ভালো। আমি চাই এ কাজটাই তারা করে যাক।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সাফল্য নিয়ে মাশরাফির বক্তব্য, ‘অবশ্যই কোচিং ষ্টাফরা আমাদের অনেক সাহায্য করেছে। আমরা অনেকদিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটার নিজেদের সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না। আমার সাহসি ক্রিকেট খেলার চেষ্টা করছি। ম্যাচে হার জিত থাকবেই, তবে ম্যাচেরই আগেই হেরে যেতে চাই না। আমরা চেষ্টা করি আমাদের সেরা যেটা আছে সেটা খেলতে এবং প্রত্যেক সিঙ্গেল খেলোয়াড় তাদের দায়িত্ব জানে এবং সেটা করার চেস্টা করে। এটা যখন করতে পারবো তখন আমরা ম্যাচ জিততে পারবো; সেটা আমরা জানি।’
টি-টোয়েন্টিতে ভারতের মতো উইকেটে টস ম্যাচের ফল নির্ধারণে কতটা গুরুত্বপূর্ন। এমন প্রশ্নের জবাবে মাশরাফির বলেন, ‘টস আসলে খেলার মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। মাঝে মাঝে অবশ্য টসটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। ২০ ওভারে ম্যাচে আমি মনে করি টসটা খুব গুরুত্বপূর্ণ নয়’
সুপার টেনে প্রতিপক্ষের বোলিং আক্রমন নিয়ে মাশরাফির বক্তব্য, ‘তামিম যদি এমন ফর্মে থাকে তাহলে চিন্তার কিছু নেই। কিন্তু সেও মানুষ, আউট অব ফর্মে যেতেই পারে। আমরা জানি প্রতিপক্ষ দলগুলোর বোলিং আক্রমণ ভালো। আমার বিশ্বাস যারা ভালো খেলতে পারেনি তারা মানসিক ভাবে নিজেদের আরও শক্তিশালী করবে।’
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা দলের অন্যতম সেরা বোলার তাসকিনকে নিয়ে মাশরাফি বলেন, ‘তাসকিনের পরীক্ষা সকালে (মঙ্গলবার) শেষ হয়েছে। সে ৬-৭ মধ্যে আমাদের সঙ্গে জয়েন করবে। মুস্তাফিজ এখন অনেক ভালো অনুভব করছে। ফিজিওরা দেখছে। সবকিছুই নির্ভর করছে ফিজিও এবং ওর উপর। কতটুকু পারবে এটা ওই ভালো বলতে পারবে। তারপরও দেখা যাক কি হয়।’
ইডেনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কলকতার বাঙ্গালীদের সমর্থন নিয়ে টাইগার দলপতি বলেন, ‘অবশ্যই আমরা আশা করছি আমাদের সাপোর্ট করবে। এটা নির্ভর করবে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের উপরই্। তবে একজন বাঙ্গালি হিসেবে আশা করতে পারি, কলকাতার সবাই আমাদের সমর্থন করবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন