তালগোল পাকিয়ে বরিশালের মাত্র ১১৯
আসলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পর তেমন কিছুই পক্ষে যায়নি বরিশাল বুলসের। ঢাকায় ফিরে প্রথম ম্যাচের প্রথম অর্ধেও তাদের ইনিংসটা তালগোল পাকানো! খুলনা টাইটান্সের বিপক্ষে বরিশালের এটি শোধ তোলার ম্যাচ। চট্টগ্রামে ভায়রা ভাই মাহমুদ উল্লাহ ২২ রানে হারিয়েছিলেন মুশফিককে। কিন্তু মিরপুরে আগে ব্যাট করে বোলারদের খুব ভালো পুঁজি যে দিতে পারলেন না মুশফিকরা! আগে ব্যাট করে ৫ উইকেটে ১১৯ রান তাদের।
বিপিএলের প্রথম ম্যাচে এদিন ১৬২ ও ১৫০ রান হয়েছে। টসে জিতে বরিশালের অধিনায়ক নিশ্চয়ই আরো বড় কিছুর কথা ভেবেছিলেন। টানা তিন ম্যাচে হারের বৃত্ত থেকে বের হওয়া জরুরী। ডেভিড মালান এই ম্যাচে ফিরেছেন। কিন্তু রান করতে পারেননি। মাত্র ৭ রান করেই পাকিস্তানি পেসার জুনাইদ খানের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন।
একপ্রান্তে নিজে থেকে অন্য প্রান্তে বোলার বদলাচ্ছিলেন অধিনায়ক মাহমুদ উল্লাহ। পঞ্চম ওভারে আরেকটি সাফল্য। এবার ওপেনার জিভান মেন্ডিসকে (১৪) তুলে নিয়ে বেশ নেচে নিলেন শফিউল ইসলাম। এই পেসার ১৪ উইকেট নিয়ে যুগ্ম ভাবে এখন এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী। মেন্ডিস শটের নিয়ন্ত্রণ হারানোয় উঠে যাওয়া বল জুনায়েদ চমৎকার ভাবে নিয়েছেন নিয়েছেন থার্ড ম্যানে। এই আসরে শাহরিয়ার নাফীস ও মুশফিক দুই সেরা ব্যাটসম্যান। পঞ্চম ওভার থেকে তাদের জুটি শুরু হলেও প্রথম দিকে খুব জোরে ছোটেনি রানের চাকা।
বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেনের দ্বিতীয় ওভার ম্যাচের ১১তমটি। প্রথম বলে আম্পায়ার নিশ্চিত এলবিডাব্লিউ দিলেন না ২০ রানে দাঁড়ানো মুশফিককে। কিন্তু ওই ওভারের শেষ বলে নাফীসকে (২৩) তুলে নিয়ে ৪২ রানের জুটি ভাঙেন মোশাররফ। এরপরই দুটি রান আউট। নাদীফ চৌধুরী (১) উইকেট ছেড়ে বেরিয়ে পড়ে নিকোলাস পুরানের কারণে মাঠ ছাড়েন। আর থিসারা পেরেরা তার কলে সাড়া না দিলে মুশফিকও তার এন্ডে চলে যান। ২৬ বলে ইনিংস সর্বোচ্চ ৩১ রানে আউট মুশফিক। ৭৯ রানে ৫ উইকেট পড়ে।
খুলনার বোলারদের হাতেই থাকলো রাশ। পেরেরা ১৯ বলে ১৭ এবং এনামুল হক ২০ বলে ২০ রানে অপরাজিত রইলেন। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ১ উইকেট জুনায়েদের। মোশাররফও কৃপণ। ৪ ওভারে ১ উইকেট ১৬ রানের খরচায়। শফিউলের ১ উইকেট ৩০ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন