বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তাসকিনের জোড়া আঘাতে বিপদে আফগানরা

উইকেট পড়ছিল না। তবে রানও খুব আসছিল না বলে চাপ বাড়ছিল আফগানিস্তানের ওপর। সেই চাপকে বিপদেই রূপ দিয়েছেন তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দুই সেট ব্যাটসম্যানকে বিদায় করেছেন পর পর দুই ওভারে। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের দেওয়া ২৮০ রানের টার্গেট তাড়া করছে আফগানিস্তান। মিরপুরের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ২৪ ওভারে ৬ উইকেটে ৮৯ রান তাদের। শেষ ওভারটিতে উইকেট নিয়েছেন তাসকিন।

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইনিংসের তৃতীয় ওভারে আঘাত হানেন। বোল্ড করে দেন বিপজ্জনক মোহাম্মদ শাহজাদকে (০)। এরপর ৪৭ রানের জুটি গড়েন নওরোজ মঙ্গল (৩৩) ও রহমত শাহ (৩৬)। আট বছর পর দলে ফেরা বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন নিজের তৃতীয় ওভারে জোড়া আঘাত হানেন। তুলে নেন নওরোজ ও হাশমতুল্লা শাহিদিকে (০)। কিছুক্ষণের মধ্যে সাকিব আল হাসানের দারুণ থ্রোতে রান আউট হয়ে ফিরে যান আসগর স্তানিকজাই (১)। এরপরই প্রতিরোধ গড়ের রহমত ও শেনওয়ারি। কিন্তু ২৩তম ওভারে শেনওয়ারি (১৩) তার বলে ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। পরের ওভারেই জমে যাওয়া রহমতকে আউট করে স্টেডিয়াম মাতিয়ে তোলেন তাসকিন।

এর আগে টস জিতে ব্যাট করেছে স্বাগতিকরা। ১১৮ বলে ১১৮ রান করে ফিরলেন তামিম ইকবাল। তার দারুণ সৌন্দর্য্যের ইনিংসটি শেষ হলে বাংলাদেশের স্কোর ৩৮.৪ ওভারে ৩ উইকেটে ২১২ রান। টাইগারদের রান শেষ পর্যন্ত ৩০০ পেরোবে এমনটা তখন আশা করাই যায়। কিন্তু শেষ ১০ ওভারে স্লগ করার বদলে উইকেটে টিকে থাকার সংগ্রাম করতে হলো স্বাগতিকদের। টপাটপ উইকেট পড়ল। প্রথম ম্যাচের পর সিরিজের শেষ ম্যাচেও শেষ দশ ওভারে পতনের মুখ পেড়ে টাইগাররা। ৫টি উইকেট পড়লো। শেষ ১০ ওভারে রান উঠল ৬৪। তাতে লড়ার মতো একটা স্কোর অবশ্য পেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে করল ২৭৯ রান।

সৌম্য সরকার এদিন বাজে শটে আউট হলেন ১১ করেই। তামিম ইকবাল ব্যক্তিগত ১ রানে ক্যাচ তুলেছিলেন। আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই নিশ্চয়ই কপাল চাপড়েছেন পরে। কারণ, সহজ ক্যাচ ছেড়েছেন তিনি। এরপর ১১৭ রান করেছেন তামিম। সাব্বির রহমানের সাথে তৃতীয় উইকেট জুটিতে সিরিজ সর্বোচ্চ ১৪০ রানের জুটিও গড়েছেন। সাব্বির করেছেন দারুণ ৬৫ রান। শেষে ২২ বলে মাহমুদ উল্লাহর অপরাজিত ৩৩ রানের বড় ভূমিকা থাকলো দলের সংগ্রহে। ১১০ বলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হয়েছে তামিমের। ১১৮ রানের ইনিংসে ১১টি চার ও দুটি ছক্কা। ব্যাটিংয়ে বাংলাদেশের সম্ভাব্য সর রেকর্ডের মালিক তামিম ওয়ানডে সেঞ্চুরিতেও একক ভাবে সবার সেরা এখন। সাকিব আল হাসানের ৬ সেঞ্চুরিকে ছাড়িয়ে গেছেন এদিন।

আগের ম্যাচে স্পিন দারুণ সাফল্য পেয়েছিল আফগানরা। এবার তারা চার স্পিনার নিয়ে নামল। বোলিং ওপেন করলেন অফ স্পিনার মোহাম্মদ নবি। বাকি তিনজন লেগি। কিন্তু সাব্বির ও তামিমের কাছে সেভাবে সুবিধা করতে পারেননি স্পিনাররা। শেষ পর্যন্ত অবশ্য ৮ উইকেটের ৫টি তাদেরই। তামিম-সাব্বির সাড়ে ৫ এর ওপর গড় রান তুলেছেন। তিন নম্বরে সুযোগ পেয়ে সাব্বির প্রমাণ করেছেন নিজেকে। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পেয়েছেন। তার ৭৯ বলের ৬৫ রানে আছে ৬টি বাউন্ডারি ও ৩টি চমৎকার ছক্কা।

ছক্কার মার তামিমের ইনিংসে এসেছে সেঞ্চুরির পর। ১০০ করেছেন ১১০ বলে। ছিল ১০টি বাউন্ডারি। কিন্তু এরপর শুধু মারতে চেয়েছেন। লেগি রহমত শাহকে টানা দুই ছক্কা মেরেছেন। একটি বাউন্ডারিও। ওই ওভারে এসেছে ১৮ রান। পরের ওভারেই অবশ্য নবিকে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। ১১টি চার ও ২ ছক্কার ইনিংসটি শেষ করার আগে বন্ধু সাকিবের সাথে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রানের জুটিও গড়ে গেছেন।

কিন্তু জুটি আর হয়নি পরে। অষ্টম উইকেটের ২২ই বলার মতো কিছু। সাকিব (১৭), মুশফিকুর রহিম (১২) ও মোসাদ্দেক হোসেনকে (৪) ৯ রানের মধ্যে ফিরিয়ে দিয়ে লড়াইয়ে ফেরে আফগানরা। এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টিনএজার রশিদ খান। মাহমুদ উল্লাহ এদিন ৬ নম্বরে নেমে শেষটা আগলে রাখলেন। চাপের মুখেও অভিজ্ঞতায় দলকে এগিয়ে রেখেই ফিরলেন।

এই ম্যাচ জিতলে ৩ ওয়ানডের সিরিজ ২-১ জিতবে বাংলাদেশ। হারলে ওয়ানডের বিশ্ব র‌্যাংকিংয়ে ৭ থেকে নেমে যাবে আট নম্বরে। সিরিজের প্রথম ওয়ানডেটি ৭ রানে জিতেছিল তারা। পরের ম্যাচ হেরেছিল ২ উইকেটে। সেই হিসেবে এটি মাশরাফি বিন মর্তুজার দলের জন্য বাঁচামরার লড়াইও। এটি জিতলে তা হবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের ১০০তম জয়। হবে রেকর্ড টানা পঞ্চম সিরিজ জয়ও।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির