তাসকিন চট্টগ্রামে, সৈকত ঢাকায়
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফটের উত্তেজনা খুব একটা নেই বললেই চলে। অধিকাংশ তারকা খেলোয়াড়কে আগেই নিশ্চিত করেছে দলগুলো।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে সন্ধ্যায় শুরু হয় প্লেয়ার ড্রাফট। খুলনা টাইটানস প্রথমে দলভুক্ত করে সদ্য জাতীয় দলে ডাক পাওয়া স্পিনার মোশাররফ হোসেন রুবেল ও পেসার শফিউল ইসলামকে। আর রাজশাহী কিংস দলে নেয় তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজকে।
এ ছাড়া প্লেয়ার ড্রাফটের আগেই ঢাকা ডায়নামাইটস নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত, চিটাগাং ভাইকিংস তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়, কুমিল্লা ভিক্টোরিয়ানস ইমরুল কায়েস ও লিটন দাস, বরিশাল বুলস আল আমিন হোসেন ও তাইজুল ইসলাম, রংপুর রাইডার্স আরাফাত সানি ও মোহাম্মদ মিঠুনকে দলভুক্ত করে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইলকে আগেই দলে রেখেছে চিটাগাং ভাইকিংস। শহীদ আফ্রিদিকে নিয়েছে রংপুর রাইডার্স। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনকে নিয়েছে ঢাকা ডায়নামাইটস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন