তাসকিন-সানিকে সতীর্থদের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয় দলে দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। এরপর থেকেই বিসিবিতে আনন্দের বন্যা বয়ে চলেছে। দলের দুই প্রিয় সতীর্থকে ফিরে পেয়ে জাতীয় দলের সবাই বেশ উচ্ছ্বসিত। সকলেই নিজেদের মত করে তাসকিন-সানিকে অভিনন্দন জানাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাসকিন-সানির পরীক্ষার ফলাফল পাওয়ার পর। এদের মধ্যে রয়েছেন মুশফিকুর রহিম। তিনি লিখেছেন, ‘তাসকিন ও সানি ভাইয়ের বোলিং অ্যাকশন বৈধ ঘোষিত হয়েছে। এরচেয়ে খুশির খবর আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক।’
মুস্তাফিুজর রহমানও তাদের শুভেচ্ছা জানাতে ভুলেননি। তিনি নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক তাসকিন আহমেদ এবং আরাফাত সানি।’
এছাড়া এনামুল হক, সৌম্য সরকাররাও এ দু’জন বোলারকে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন।
শনিবার থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর তাসকিনকে আগেই বলা হয়েছিল নিষেধাজ্ঞা উঠে গেলে তিনি এই সিরিজের জন্য দলে জায়গা পাবেন। তাই প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য বোলারকে মাঠে পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন