তাড়াহুড়া করতে গিয়েই হেরেছে বরিশাল
টি-টোয়েন্টি ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য বেশ বড় হলেও বরিশালের মিডেল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে তা সহজই মনে হয়েছিল। এক পর্যায়ে শেষ ছয় ওভারে প্রয়োজন ছিল ৫৫ রান, তখন হাতে ছিল সাত উইকেট। কিন্তু সে সময় একটু বেশি ঝুঁকি নিতে গিয়ে উল্টো শেষ পাঁচ ওভারে সব উইকেট হারায় তারা। আর এমন তাড়াহুড়া করতে গিয়েই হেরেছে তারা, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান নাদিফ চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাদিফ বলেন, ‘আমরা সবাই একটু তাড়াহুড়া করেছি। আমিও হয়তো ওই সময়ে একটু তাড়াহুড়া করেছি। তারপরও একটা ভালো ম্যাচ হয়েছে। হারা সব সময়ই কঠিন। ভালো ব্যাপার হচ্ছে, আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমরা আজকেও সেটা করে দেখিয়েছি। ১৭৫ চেজ করা সহজ নয়। অবশ্যই এবটা চাপ চলে আসে। অন্তত আমরা ভালো ক্রিকেট খেলছি।’
তাড়াহুড়ো করে আউট হয়ে শেষ দুই ওভারে জয়ের জন্য ২৯ রান প্রয়োজন হয় বরিশালের। তবে তখনো উইকেটে ছিলেন থিসারা পেরেরা। তাকে ঘিরেই জয়ের স্বপ্ন দেখেছিলেন নাদিফরা, ‘তখন পরিকল্পনা ছিল থিসারা যেন স্ট্রাইকে থাকে। ও বিগ হিটার। আমার মনে হচ্ছিল, ও তিনটা ছক্কা হাঁকাতে পারবে। ওর সেই সামর্থ্য রয়েছে। পরিকল্পনা সব ঠিক ছিল। যেভাবে এগোচ্ছিলাম। আমরা আত্মবিশ্বাসী ছিলাম। তারপর ডিউ ফ্যাক্টর আছে। বল করা হতো সহজ নয়। শেষের কিছু ভুলের জন্য হয়তো হয়নি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন