তিন জেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু
বজ্রপাতে নোয়াখালী, কক্সবাজার ও বাগেরহাট জেলায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নোয়াখালী ও কক্সবাজারে দুইজন করে ও মাদারীপুরে একজনের মৃত্যু হয়েছে।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে বজ্রপাতে হাসান (১৮) ও কামাল উদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। এসময় বেশ কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাসান জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিলন উদ্দিনের ছেলে মো. হাসান এবং কাঠাখালী গ্রামের মোজাহার উদ্দিনের ছেলে কামাল উদ্দিন।
এদিকে, কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কুতুবদিয়ায় পৃথক বজ্রপাতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার পৃথক সময়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
সূত্র জানায়, উখিয়ার পালংখালীতে ঘের এলাকায় মাছ ধরতে যান সিরাজদ্দৌলা। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি স্থানীয় রহমতের বিল এলাকার মরহুম কামাল উদ্দিন মাস্টারের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।
টেকনাফের বাহারছরা শামলাপুর এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন কামাল হোসেন (২২) নামে এক জেলে। বেলা ১২টার দিকে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। কামাল শামলাপুর রোহিঙ্গাবস্তির আমির হোসেনের ছেলে।
অন্যদিকে, মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি ঘাটে লঞ্চে বজ্রপাতে ফয়সাল সরদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল সরদার শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের নয়ন সরদারের ছেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন