তিন শ্যালক মিলে পিটিয়ে ভগ্নিপতিকে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচিতে তিন শ্যালক মিলে ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত আবু তালেব (৪৫) ওই গ্রামের গফুর মোল্লার ছেলে।
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মুদি দোকানদার আবু তালেবের সঙ্গে তার শ্বশুর একই গ্রামের খোদাবক্সের টাকা-পয়সার লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল।
শুক্রবার সকালে খোদা বক্স তার জামাতা আবু তালেবের কাছে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে খোদাবক্সের তিন ছেলে উজ্জ্বল, সওদাগর ও সাদ্দাম ভগ্নিপতি আবু তালেবকে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় নিহতের তিন শ্যালক উজ্জ্বল, সাদ্দাম ও সওদাগরকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যাঃ নিখোঁজ মাদরাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার !
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর আরিফুল ইসলাম (১৩) নামে একবিস্তারিত পড়ুন