তুমি আমার সারা বছরটা ভাল করে দিলে: সানি লিওন

আমির খানের অন্ধ ভক্ত তিনি। সেই আমিরই তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করায় দারুণ খুশি সানি লিওন। আমির তার পাশে দাঁড়ানোর পরই খুশিতে সানি লিওন টুইট করেন, ‘তুমি (আমির) আমার সারা বছরটা ভাল করে দিলে। তুমি যেভাবে আমার প্রতি শ্রদ্ধা দেখালে তাতে আমি খুব সুখি।’ খবর-আবাং
সম্প্রতি একটি টিভি চ্যানেলে নেওয়া সানি লিওনের সাক্ষাত্কার ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। কারণ জিসম টু নায়িকা সেই সাক্ষাত্কারে তার অতীত নিয়ে সাংবাদিকের নানা প্রশ্নের উত্তর স্ট্রেট ব্যাটে সামলেছেন। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দঙ্গল স্টার আমির খান কি তার অতীত জানা সত্ত্বেও, তার সঙ্গে কখনও অভিনয় করতে ইচ্ছুক হবেন? জবাবে সানির চটপট উত্তর, ‘বোধহয় না।’
এর পরেও এই প্রশ্ন নিয়েই সাংবাদিক ঠেলাঠেলি শুরু করলে প্রাক্তন পর্নো তারকা আমিরের কোর্টে বল ঠেলে দেন। বলেন, ‘আপনি যদি এই প্রশ্নটাই আমির খানকে করেন, তবে তিনি এর ভালো উত্তর দিতে পারবেন।’
টুইটারে সানি ও সেই সাংবাদিককে স্বতঃপ্রণোদিত হয়ে জবাব দিয়ে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। আমির টুইটারে লিখেছেন, ‘আমি মনে করি ওই সাক্ষাত্কারে সানি নিজেকে খুব ডিগনিফায়েড রূপে তুলে ধরেছে। হ্যাঁ, সানি, আমি আপনার তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশি হব। তোমার অতীত নিয়ে আমার একেবারেই কোনও সমস্যা নেই। আশীর্বাদ রইল। চিয়ারস। আমির।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন