দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা গুলি করে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে। তার ফখরুদ্দিন (৩০)।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দেশটির ভেরিবার্গ শহরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত ফখরুদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগা বাড়ির কারী এরফান সিদ্দিকের ছেলে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ৫ম। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহতের ভাই তাজ উদ্দিন জানান, গত কয়েকদিন ধরে ফখরুদ্দিনের কাছে ওই দেশের কয়েকজন সন্ত্রাসী মোটা অংকের অর্থ চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে শুক্রবার বিকালে ফখরুল ভেরিবার্গ শহর থেকে নিজ দোকানের জন্য মালামাল নিয়ে গাড়িযোগে ফেরার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে।
এ সময় সন্ত্রাসীরা ফখরুদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে পায়ে, পরে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফখরুদ্দিনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন