দর্শকদের সঙ্গে ছবি দেখবেন শুভ-জলি

শুক্রবার (১২ আগস্ট) দেশের ১০১টি হলে মুক্তি পেয়েছে আরেফিন শুভ-জলি অভিনীত ছবি ‘নিয়তি’।
জানা গেছে, দর্শকদের সঙ্গে বসে ছবিটি উপভোগ করতে রাজধানীর কয়েকটি সিনেমা হলে যাচ্ছেন শুভ-জলি। নগরীর ব্লক বাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী আর মধুমিতায় চলছে ‘নিয়তি’। ছবিটি সম্পর্কে সিনেমা হলে উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া জানতেই শুভ-জলি ছাড়াও হাজির হচ্ছেন ‘নিয়তি’ টিমের সদস্যরা।
শুভ বলেন, নিয়তির জন্য অনেক পরিশ্রম করেছি। দর্শকরা ছবিটা কিভাবে গ্রহণ করেন সেটা জানতে রাজধানীর কয়েকটি হলে যাচ্ছি। প্রথমে সিনেপ্লেক্স, তারপর বলাকা, মধুমিতা ছাড়াও আরো কিছু হলে যাবো।’
এর আগে গেল ১০ জুন কলকাতার ৮৩টি সিনেমা হলে মুক্তি পায় নিয়তি। সেখানে ছবিটি ব্যপক সাড়া ফেলেছে বলে জানান নিয়তির বাংলাদেশ অংশের জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
নিয়তি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু। যৌথ ভাবে ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ।
নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, কলকাতায় মুক্তির পর নিয়তি থেকে সন্তোষজনক ফলাফল পেয়েছি। গল্প, গান এবং লোকেশনের পাশাপাশি আরিফিন শুভ এবং জলির অভিনয়েরও প্রশংসা করেছে সেখানকার দর্শকরা। আশা করছি বাংলাদেশেও ছবিটি ব্যবসা সফল হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন