দলের প্রয়োজন মেটাতে পেরে খুশি মাহমুদউল্লাহ
দলের জন্য সেরাটা ঢেলে দেন মাহমুদউল্লাহ রিয়াদ, এটা অকপটে স্বীকার্য। হোক সেটা জাতীয় দল কিংবা ঘরোয়া লিগ, সবখানেই এটা (সেরাটা ঢেলে দেয়া) করে থাকেন। গত মৌসুমে সাদামাটা দল (বরিশাল) নিয়েও বিপিএলের ফাইনাল খেলেছিলেন তিনি। এবারও তেমন দল (খুলনা টাইটান্স) নিয়েই এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে।
তার চেয়েও বড় কথা, অধিনায়ক হিসেবে খুলনাকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ। দলকে এনে দিচ্ছেন সাফল্য। শুক্রবার বরিশাল বুলসের বিপক্ষে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩৫ বলে একটি চার ও দুটি ছক্কায় ৩৬ রানের হার না মানা ইনিংস খেলেছেন খুলনার দলনেতা।
চতুর্থ উইকেটে শুভাগত হোমের (৩৪ বলে ৪০) সঙ্গে মাহমুউল্লাহর ৫৭ রানের জুটিই মূলত খুলনার জয়ের ভিত গড়ে দিয়েছে। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় তুলে নিয়েছে টাইটান্সরা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে তারা।
এদিকে চলতি আসরে ৮ ম্যাচে ব্যাট হাতে একটি ফিফটিসহ ২০৪ রান করেছেন মাহমুদউল্লাহ। বল হাতে দখলে নিয়েছেন ৮ উইকেট। অধিনায়ক হিসেবে দলের প্রয়োজন মেটাতে পেরে খুশি মাহমুদউল্লাহ। নিজের পারফরম্যান্স নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এভাবে খেলেতে পেরে আমি সন্তুষ্ট। দলের প্রয়োজন মেটানোর চেষ্টা করছি। এটা (দলে নিজের অবদান রাখা) করতে পেরে বেশ ভালো লাগছে আমার।’
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন