দশ বছরের শত শত মানুষকে ক্রসফায়ার দিয়েছে সরকার
সরকার ১০ বছরের শত শত মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে। এখন সুন্দরবনকে ক্রসফায়ার দিয়ে চায় বলে মন্তব্য করেছেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সুন্দরবন রক্ষায় জাতীয় করভেনশনে এ কথা বলেন তিনি। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি এ কনভেনশনের আয়োজন করে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের ক্রসফায়ার ঠেকাতে পারি নাই কিন্তু সুন্দরবনকে ক্রসফায়ার দিতে চাইলে যেকোন মূ্ল্যে প্রতিহত করা হবে।’
তিনি বলেন, সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত রাষ্ট্রঘাতী। দীর্ঘদিন ধরে আমরা এই প্রকল্পের বিরোধীতা করে আসছি কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না।
তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কোনো উন্নয়নের বিরোধিতা করি না। যে প্রকল্প গোটা জাতির সর্বনাশ করে তার বিরোধিতা করি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন