দানবীয় শতকে যেসব রেকর্ড গড়লেন গেইল
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের গ্রুপ পর্বের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯১টি ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। ৮৭টি ছক্কা নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। এদিন ইংল্যান্ডের বিপক্ষে ১১টি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যে নিজের পঞ্চম ছক্কাটি হাঁকিয়ে ম্যাককালামকে ছাড়িয়ে যান গেইল। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখন তিনি।
এদিন ৪৭ বলে ১০০ রান করেন ক্রিস গেইল। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম শতক। এছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি শতক হাঁকালেন তিনি। ১১টি ছক্কা ছাড়াও ৫টি চারও মেরেছেন গেইল।
শুরুতে নিজেকে একটু গুটিয়ে রাখলেও হাত খুলতে সময় নেননি বাঁ-হাতি এই খুনে ব্যাটসম্যান। দ্বিতীয় ওভারে রিস টপলির বলে দিনের প্রথম ছক্কা মারেন গেইল। এরপর নবম ওভারে আদিল রশিদকে পরপর দুটি ছক্কা মারেন।
একাদশ ওভারে বেন স্টোকসের বলে ছক্কা হাঁকিয়ে ম্যাককালামকে স্পর্শ করেন। পরের বলে ফের ছক্কা মেরে ম্যাককালামকে ছাড়িয়ে যান গেইল।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন